Advertisement

IPL 2021 : টসে জিতে ফিল্ডিং RCB-র, রেকর্ডের সামনে বিরাট

বৃহস্পতিবার আইপিএল টুর্নামেন্টে ২০০তম ম্যাচ খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। তবে তিনিও একটি বিশেষ রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি আইপিএল টুর্নামেন্টের ১৬তম ম্যাচটি শুরু হয়ে গেছে।

সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করছেন বিরাট কোহলি (ছবি - পিটিআই)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 22 Apr 2021,
  • अपडेटेड 7:54 PM IST
  • আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছে আরসিবি
  • টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত বিরাটদের
  • মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ চলছে

বৃহস্পতিবার আইপিএল টুর্নামেন্টে ২০০তম ম্যাচ খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। তবে তিনিও একটি বিশেষ রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি আইপিএল টুর্নামেন্টের ১৬তম ম্যাচটি শুরু হয়ে গেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক বিরাট কোহলি আজ একটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আশা করা হচ্ছে, আজকের এই বিশেষ ম্যাচেই তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারবেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যারা ২০০টি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করল।

আইপিএল টুর্নামেন্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬,০০০ রানের চৌকাঠ আজ স্পর্শ করতে পারেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক আপাতত ৫,৯৪৯ রান করেছেন। অর্থাৎ তিনি এই মাইল ফলক স্পর্শ করতে আর মাত্র ৫১ রান পিছনে রয়েছেন। 

তবে চলতি আইপিএল টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো করেননি বিরাট কোহলি। তিনি তিনটে ম্যাচে মাত্র ৭১ রান করেছেন। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি মাত্র ৫ রান করে আউট হয়ে যান। তবে অধিনায়কের আশা, নতুন ভেন্যুতে তাঁর ভাগ্যের চাকাও ঘুরে যাবে।

চেন্নাইয়ের উইকেটে অধিকাংশ ব্যাটসম্যানকেই স্ট্রাগল করতে হয়েছে। তবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে যে রানের বন্যা হচ্ছে, সেটা আর আলাদা করে আপনাদের বলে দিতে হবে না। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোহলি এই উইকেটের সম্পূর্ণ ফায়দা তুলতে চান। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement