Advertisement

হাঁটুতে চোট পেয়ে IPL 2021 থেকে ছিটকে গেলেন থঙ্গারাসু নটরাজন

আরও একটা ধাক্কা খেল সানরাইজ়ার্স হায়দরাবাদ। প্রথম চারটে ম্যাচের মধ্যে মাত্র একটায় তারা জিততে পেরেছে। তারপর আজ চলতি আইপিএল টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের অন্যতম প্রধান বোলার টি নটরাজন। বাঁহাতি এই ফাস্ট বোলার অস্ট্রেলিয়া সফরেই হাঁটুতে চোট পেয়েছিলেন। এবার আবারও সেটাই মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে তাঁর পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

টি নটরাজন (ছবি - পিটিআই)
কৌশিক বিশ্বাস
  • হায়দরাবাদ,
  • 22 Apr 2021,
  • अपडेटेड 9:32 PM IST
  • বড় ধাক্কা সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে
  • হাঁটুতে চোটের কারণে ছিটকে গেলেন নটরাজন
  • হায়দরাবাদের ঝুলিতে আপাতত ২ পয়েন্ট রয়েছে

আরও একটা ধাক্কা খেল সানরাইজ়ার্স হায়দরাবাদ। প্রথম চারটে ম্যাচের মধ্যে মাত্র একটায় তারা জিততে পেরেছে। তারপর আজ চলতি আইপিএল টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের অন্যতম প্রধান বোলার টি নটরাজন। বাঁহাতি এই ফাস্ট বোলার অস্ট্রেলিয়া সফরেই হাঁটুতে চোট পেয়েছিলেন। এবার আবারও সেটাই মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে তাঁর পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এবছর আইপিএল টুর্নামেন্টে মাত্র দুটো ম্যাচ খেলেছেন নটরাজন। কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। পরের দুটো ম্যাচে তাঁর পরিবর্তে খলিল আহমেদকে অবশ্য খেলিয়েছে নিজ়ামবাহিনী।

এই মরশুমে প্রথম ম্যাচ জয়ের পর বৃহস্পতিবার সানরাইজ়ার্স দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়ে দিলেন যে নটরাজনের হাঁটুর চোটটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে। এটা স্ক্যান করাতে হবে। সেক্ষেত্রে এই জোরে বোলারকে আইপিএল টুর্নামেন্টের জৈব সুরক্ষা বল ভেঙে বেরিয়ে যেতে হবে। তারপর আবারও সাতদিনের পৃথকবাসে থেকে তিনি এই বলয়ে প্রবেশ করতে পারেন।

২৯ বছর বয়সি নটরাজন গত আইপিএল মরশুমে প্রচারের সব আলোটুকু কেড়ে নিয়েছিলেন। ভুবনেশ্বর কুমার গত বছর চোটের কারণে খেলতে পারেননি। স্ট্রাইক বোলিং করে ভুবির অভাবটা সানরাইজ়ার্স দলের কাছে পুরণ করে দিয়েছিলেন নাট্টু। বিশেষ করে ডেথ ওভারে তাঁর মধ্যে ইয়র্কার দেওয়ার যে দক্ষতা রয়েছে, সেটা এককথায় অসাধারণ। সেকারণেই অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবে তাঁকে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, ভাগ্যক্রমে এই সফরে ক্রিকেটের তিনটে ফরম্যাটেই তাঁর অভিষেক হয়ে যায়।

দেশে ফেরার পর নটরাজনকে নায়কের সম্মান দেওয়া হয়েছিল। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে তাঁর এই হাঁটুর চোটের ব্যাপারে বিশেষ কিছু জানানো হয়নি। এই চোটের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ের অধিকাংশ ম্যাচই তিনি খেলতে পারেননি। তিনি একটা মাত্র টি-২০ ম্যাচ খেলার পর ফাইনাল একদিনের ম্যাচটা খেলেন।

Advertisement

এই নিয়ে পরপর দুবছর সানরাইজ়ার্স হায়দরাবাদ তাদের দলের প্রধান বোলারকে হারাতে বসেছে। ২০২০ আইপিএল মরশুমে প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পেয়ে ছিটকে যান মিশেল মার্শ। এরপর উরুতে চোট পেয়ে ভারতীয় বিমানের টিকিট কনফার্ম করেন ভুবনেশ্বর কুমার। 

সানরাইজ়ার্স হায়দরাবাদের হাতে আপাতত ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা, বাসিল থাম্পি এবং রিজ়ার্ভ বেঞ্চে বসে থাকা জেসন হোল্ডার রয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement