Advertisement

IPL 2022 : শুরুর আগেই বিতর্কে IPL, দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা

সংবাদ সংস্থা ANI-এ প্রকাশ, ৫ থেকে ৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পার্কিংলটে দাঁড়ানো দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা ও ভাঙচুর চালায়। তবে কেউ হতাহত হয়নি। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে।

বাসে হামলা (ছবি সৌজন্যে ANI)
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 16 Mar 2022,
  • अपडेटेड 11:12 AM IST
  • শুরু হওয়ার আগেই বিতর্কে IPL
  • মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা হয়
  • ৫ থেকে ৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই হামলা চালায়


শুরু হওয়ার আগেই বিতর্কে IPL। সব দল এখন মুম্বইয়ে জড়ো হতে শুরু করেছে। মুম্বইয়ের তিনটি গ্রাউন্ডে লিগের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু, তার আগেই বিতর্ক। মঙ্গলবার মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা হয়। 

সংবাদ সংস্থা ANI-এ প্রকাশ, ৫ থেকে ৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পার্কিংলটে দাঁড়ানো দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা ও ভাঙচুর চালায়। তবে কেউ হতাহত হয়নি। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। IPC-র ১৪৩, ১৪৭, ১৪৯ এবং ৪২৭ নম্বর ধারায় পুলিশ মামলাও দায়ের করেছে। ঘটনাকে ঘিরে ব্য়াপক উত্তেজনাও ছড়ায় গতকাল। 

আরও পড়ুন : একটি বিড়ালের ৩টি বাচ্চার নাম অ, আ, ই, তাহলে মা বিড়ালের নাম কী! জানুন

মুম্বইয়ের ৩টি ভিন্ন স্টেডিয়ামে IPL-এর মোট ৫৫টি লিগ ম্যাচ হবে। এই ম্যাচগুলি CCI, DY পাতিল এবং ওয়াংখেড়ে মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে সব দলের সদস্যরা মুম্বইয়ের বিভিন্ন হোটেলে জড়ো হতে শুরু করেছেন। 

ঋষভ পন্তের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচটি ২৭ মার্চ খেলা হবে। তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত কোনও IPL-এর শিরোপা জিততে পারেনি। সেখানে মুম্বই ৫ বার জিতেছে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement