আইপিএল ২০২২-এ প্রথম হ্যাটট্রিক করলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তাও আবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে। শুধু হ্যাটট্রিক করাই নয়, চার ওভার বল করে পাঁচ উইকেট তুলে নেন চাহাল। তাঁর বোলিংয়ের জন্যই শ্রেয়াস আইয়ারদের (Shreyas Iyer) সাত রানে হারিয়ে দেয় রাজস্থান রয়্যালস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে রাজস্থান রয়্যালস (RR)।
আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচেও রাজস্থানের হয়ে উল্লাস করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা। প্যাট কামিন্সকে আউট করে চাহাল হ্যাটট্রিক করার সঙ্গে সঙ্গে ধনশ্রী তার আবেগ ধরে রাখতে পারেননি এবং আনন্দে স্ট্যান্ডে ঝাঁপিয়ে পড়েন। ধনশ্রীর এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
১৭তম ওভারে হ্যাটট্রিক
ইনিংসের ১৭তম ওভারে ঐতিহাসিক হ্যাটট্রিক করেন চাহাল। চাহাল ওই ওভারে মোট চারজন খেলোয়াড়কে আউট করতে সক্ষম হন। প্রথম বলেই ভেঙ্কটেশ আইয়ার এগিয়ে গিয়ে বল মারার ঘটনায় স্টাম্পড হয়ে যান। এরপর চতুর্থ বলে শ্রেয়াস আইয়ারকে এলবিডব্লিউ আউট করেন চাহাল। এরপর পরের বলে শিবম মাভিকে রিয়ান পরাগের হাতে ক্যাচ দেন চাহাল। এরপর হ্যাটট্রিকের বলে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দেন প্যাট কামিন্স।
যুজবেন্দ্র চাহাল চার ওভারে ৪০ রান দিয়ে পাঁচ উইকেট নেন। আইপিএল ক্যারিয়ারে এটাই চাহালের প্রথম পাঁচ উইকেট। এছাড়াও, চাহাল আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে হ্যাটট্রিক করা পঞ্চম বোলার। তার আগে অজিত চান্দিলা, শেন ওয়াটসন, শ্রেয়াস গোপাল এবং প্রবীণ তাম্বে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছিলেন।
আরও পড়ুন: সদ্যোজাত ছেলের মৃত্যুতে হাহাকার রোনাল্দোর, চাইলেন ব্যক্তিগত পরিসর
আরও পড়ুন: কোভিড আক্রান্ত দিল্লির ক্রিকেটারকে ভর্তি করা হল হাসপাতালে
সোশ্যাল মিডিয়ায় ধনশ্রী বেশ বিখ্যাত
২০২০ সালের ডিসেম্বরে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী গাঁটছড়া বাঁধেন। ধনশ্রী একজন দুর্দান্ত কোরিওগ্রাফার এবং তার নাচের ভিডিওগুলি বেশ ভাইরাল হয়। ধনশ্রীর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যার প্রায় ২৬ লাখ গ্রাহক রয়েছে। বলিউডের গান রিক্রিয়েট করার জন্য ধনশ্রী বেশ বিখ্যাত।