Advertisement

IPL 2023: দলের সবচেয়ে দামি তারকাকেই বাদ, KKR-এর বিরুদ্ধে ম্যাচের আগে সমস্যায় CSK

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাদকে (Sunrisers Hyderabad) হারিয়েও সমস্যায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রবিবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলতে পারবেন না বেন স্টোকস (Ben Stokes)। ম্যাচের আগেরদিন এমনটাই জানিয়েছেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং। চেন্নাই দলের সবচেয়ে দামি তারকা ক্রিকেটার স্টোকস। তবে ফিট না হওয়ায় তাঁকে খেলবেন না মহেন্দ্র সিং ধোনিরা। 

মহেন্দ্র সিং ধোনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2023,
  • अपडेटेड 5:34 PM IST
  • চোটের কবলে তারকা স্ট্রাইকার
  • KKR ম্যাচে খেলবেন না স্টোকস

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাদকে (Sunrisers Hyderabad) হারিয়েও সমস্যায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রবিবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলতে পারবেন না বেন স্টোকস (Ben Stokes)। ম্যাচের আগেরদিন এমনটাই জানিয়েছেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং। চেন্নাই দলের সবচেয়ে দামি তারকা ক্রিকেটার স্টোকস। তবে ফিট না হওয়ায় তাঁকে খেলবেন না মহেন্দ্র সিং ধোনিরা। 

১৬ কোটি ২৫ লক্ষ টাকায় এবারের নিলামে ইংল্যান্ডের অলরাউন্ডারকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ২টি ম্যাচে খেলতে পেরেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে পায়ের পাতায় চোট পান স্টোকস। সেই চোট এখনও সারেনি তাঁর। স্টোকসকে আরও এক সপ্তাহ খেলাতে পারবে না চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পরে ফ্লেমিং বলেন, 'চোট পাওয়া জায়গায় আবার চোট লেগেছে স্টোকসের। তাই হয়তো আরও এক সপ্তাহ ওকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এটা দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ওর শূন্যস্থান ভরাট করার চেষ্টা করব।'

বেন স্টোকস

আরও পড়ুন: ধোনিদের বিরুদ্ধে স্ট্র্যাটেজি বদল KKR-এর, কে নামবে ওপেন করতে ?

 সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে গোটা চেন্নাই ব্রিগেডের। আর এই ম্যাচ জিতেই তাঁরা এবার কলকাতায় আসছে, প্রতিপক্ষ নাইট ব্রিগেড। সিএসকে দলের ব্যাটিং এবং বোলিং দুটি বিভাগই বেশ ব্যালান্সড। ফলে রীতিমতো কঠিন চ্যালেঞ্জের সামনে যে কলকাতা পড়তে চলেছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: হারের হ্যাটট্রিক কলকাতার, ধোনির CSK-র বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে KKR?

অন্যদিকে, শেষ তিনটি ম্যাচেই হেরেছে নাইটরা। প্রথমে হায়দরাবাদ, তারপর মুম্বই (MI) এবং শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে পরাজিত হয় নাইট রাইডার্স (KKR)। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে, ব্যাটিং ভরাডুবি রীতিমতো চিন্তার বিষয় চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) দলের জন্য। যদিও ওপেনার হিসেবে জেসন রয় (Jason Roy) খুব একটা খারাপ শুরু করেননি। সেইসঙ্গে বোলিং বিভাগে সুয়শ শর্মাও (Suyash Sharma) ভরসা যোগাচ্ছেন। তাছাড়া, ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ফর্মে থাকলে যেকোনও দলের জন্যই বিপজ্জনক। এখন দেখার বিষয় এটিই যে, শেষপর্যন্ত কেকেআর চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পায় কিনা।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement