Advertisement

IPL 2023 KKR: KKR-এ সুযোগ হবে সাকিব-লিটনের? আশায় বাংলাদেশ

শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও লিটন দাস (Litton Das)। নিজের পুরনো দলে ফিরতে চলেছেন সাকিব। আর লিটন প্রথমবার কলকাতার দলের হয়ে খেলতে নামছেন। যদিও প্রথম থেকেই কি তাঁরা খেলতে পারবেন? তা নিয়ে ধোঁয়াশা অব্যহত।

সাকিব আল হাসান ও লিটন দাস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Mar 2023,
  • अपडेटेड 12:40 PM IST
  • জায়গা পাবেন লিটন-সাকিব?
  • IPL-এর মাঝে যোগ দিতে পারেন দুই তারকা

শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও লিটন দাস (Litton Das)। নিজের পুরনো দলে ফিরতে চলেছেন সাকিব। আর লিটন প্রথমবার কলকাতার দলের হয়ে খেলতে নামছেন। যদিও প্রথম থেকেই কি তাঁরা খেলতে পারবেন? তা নিয়ে ধোঁয়াশা অব্যহত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে টুর্নামেন্টের প্রথম থেকে খেলতে পারবেন না সাকিব-লিটনরা। যদি তাঁরা খেলতে পারতেন তবে কি প্রথম একাদশে জায়গা পেতেন তাঁরা? 

দলে জায়গা পাবেন দুই তারকা?
আইপিএলে প্রতি দলে চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারেন। কলকাতায় বিদেশি ক্রিকেটারদের মধ্যে আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারাইনের (Sunil Narine) একাদশে থাকা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। ফলে আরও দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে কেকেআর। বিদেশি পেসারদের মধ্যে কলকাতার দলে আছেন দুই বিদেশী পেসার। টিম সাউদি ও লকি ফার্গুসনকে দলে নিয়েছে শাহরুখ খানের দল। এই দুই ক্রিকেটারের মধ্যে যে কোনো একজনেরই খেলার সম্ভাবনা বেশি। নতুন বলে যদি উমেশ যাদব ভালো বল করতে পারেন তাহলে ‘ডেথ ওভার বিশেষজ্ঞ’ ফার্গুসনকেই দলে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে সুযোগ পেতে পারেন লিটন ও সাকিবের মধ্যে কোনও একজন।

আরও পড়ুন: দুর্ব্যবহারে কড়া শাস্তি-টসের পর দল ঘোষণা, IPL 2023-এ কী কী নতুন?

দলের প্রয়োজনে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবেও ডাক পড়তে পারে সাকিব-লিটনের। কলকাতার দলে ওপেনার হিসেবে রয়েছেন লিটন ও রহমানউল্লাহ গুরবাজ।  এই দুই ব্যাটার ছাড়াও ওপেন করতে পারেন ভেঙ্কটেশ আইয়ার, উইকেটকিপার–ব্যাটসম্যান নারায়ণ জাগাদিসান। এর আগেও সুনীল নারাইনকে ওপেন করতে দেখা গিয়েছে। ফলে লিটনের জায়গা প্রায় পাকা হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।  

Advertisement

আরও পড়ুন: T20-তে রেকর্ড লিটনের, KKR-কে ভরসা দিচ্ছেন বাংলাদেশ ব্যাটার

কেন ছাড়পত্র পাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেটাররা?
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ শেষে টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষ হয়ে গেলে আইপিএল-এ খেলার ছাড়পত্র পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এমনটা হলে আইপিএল-এর শুরুতে খেলতে পারবেন না লিটন-সাকিবরা। এখনও অবধি এই সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে, আইপিএল-এর মাঝামাঝি সময় তাঁরা আসতে পারেন বলে জানা যাচ্ছে। তবে এমনটা হলে বাংলাদেশের ক্রিকেটাররা সমস্যায় পড়তে পারেন বলেই জানা যাচ্ছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement