রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkara Knight Riders)। অনেকেই প্রশ্ন তোলেন কলকাতার দল হলেও কেন কেকেআর দলে বাঙালি নেই। বিশেষত বাংলা দল যখন ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো পারফর্ম করছে তখনও কেন এই রাজ্যের ক্রিকেটারদের সুযোগ দেয় না শাহরুখ খানের (Shah Rukh Khan) দল? এ নিয়ে নানা সময় বিক্ষোভ হয়েছে। সিএবি (Cricket Association Of Bengal) কর্তারাও এ নিয়ে উদ্বিগ্ন। যদিও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বেশ মজাদার পোস্ট দেখা যাচ্ছে। বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে ইডেনে (Eden Gardens) খেলতে নামার আগেরদিনই জেসন রয়কে (Jason Roy) সই করিয়েছে কেকেআর। এরপরেই ভাইরাল হচ্ছে সেই পোস্ট।
কী রয়েছে পোস্টে?
নেটিজেনরা বলছেন, কেকেআর-এ বাঙালি নেই এটা ভুল কথা। কেন, তাঁদের যুক্তি, 'গোটা বিশ্বের বাঙালিদের সুযোগ দিচ্ছে কেকেআর।' উদাহরণও তুলে ধরা হয়েছে সেই পোস্টে। লেখা হয়েছে, 'তামিলনাড়ু থেকে বরুণ চক্কতি (বরুণ চক্রবর্তী), বাংলাদেশ থেকে লিটন দাস (Litton Das), ইংল্যান্ড থেকে জেসন রায় (জেসন রয়)।' আসলে আগেই বাকি দুই ক্রিকেটারকে দলে নিয়েছিল কেকেআর। তবে এখন দলে ইংল্যান্ডের জেসন রয় সই করায় এমন মজার পোস্ট শেয়ার করছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: কলকাতায় খেলতে এসে নিজের রেস্তোরাঁয় বিরাট, প্র্যাকটিসে নেই RCB তারকারা
বাংলার কোন ক্রিকেটার কোন দলে?
দিল্লি দলে এই বছর যোগ দিয়েছেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিষেক পোড়েল (Abhishek Porel)। নিলামে দিল্লি (Delhi Capitals) দল সই করিয়েছে বাংলার পেসার মুকেশ কুমারকে (Mukesh Kumar)। গুজরাত (Gujarat Titans) দলে রয়েছেন বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami) এবং উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। আবার আরসিবি দলেও রয়েছেন দুই বঙ্গতনয়। শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) ও আকাশ দীপ (Akash Deep)। অর্থাৎ মোট পাঁচ ক্রিকেটার রয়েছেন বাংলা থেকে। তবে সকলেই বাঙালি এমনটা নন। গতবারের আইপিএল বিজয়ী দলের সদস্য ছিলেন ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি। ফলে এই দুই তারকাকে রেখেই দিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। শাহবাজ আহমেদ ও আকাশ দীপ আগেও খেলেছে বিরাটদের হয়ে। অভিষেক পোড়েল সবে প্রথম ম্যাচ খেললেন। যদিও শোনা যাচ্ছে কলকাতার দলে খেলার জন্য বাংলা দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথাবার্তা চলছে।
আসলে এই পোস্টের মজার মধ্যেও লুকিয়ে রয়েছে যন্ত্রণা। বাংলার ক্রিকেটাররা অন্য রাজ্যের দলের হয়ে খেলবেন কেন? তবে আইপিএল-এর ক্ষেত্রে এ বিষয় মাথায় রেখে নিলামে বসা খুবই কঠিন। এমনিতেই টিম কম্বিনেশন, বাজেট সমস্ত কিছুর দিকেই খেয়াল রাখতে হয় কর্তাদের। এরপর ক্রিকেটার ভূমিপুত্র কিনা তা যাচাই করে নেওয়ার সময় থাকে না। খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়।