Advertisement

Ranji Trophy 2022: চার উইকেট ইশানের, বরোদাকে ১৮১ রানে গুটিয়ে অ্যাডভান্টেজ বাংলা

পরিকল্পনা অনুযায়ী বল করেই সাফল্য এসেছে। বলছিলেন ইশান। দিনের শেষে ইশান বলেন, ''দ্রুত উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা ছিল। শুরুতে উইকেট থেকে পেসাররা সাহায্য পেলেও ধীরে ধীরে উইকেট স্লো হতে শুরু করে। বল নিচু হয়ে যাচ্ছিল। তবুও আমরা আমাদের পরিকল্পনা মেনে বল করতে থাকি আর তাতেই সাফল্য এসেছে।''

ইশান পোড়েলের সঙ্গে মুকেশ কুমার। ছবি সৌজন্যে: বাংলা দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2022,
  • अपडेटेड 11:38 PM IST

দুই বছর পর রঞ্জি ট্রফিতে (Rajni Trophy 2022) খেলতে নেমেই আগুন ঝড়ালেন বাংলার (Cricket Association Of Bengal) বোলাররা। প্রথম দিনের শেষে ১৮১ রানে সমস্ত উইকেট হারায় বরোদা। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলার রান এক উইকেটে ২৪। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। বরোদার দুই ওপেনার ভাল ব্যাট করলেও দারুণ বল করে যেতে থাকেন ইশান পোড়েল (Ishan Porel) ও মুকেশ কুমার। ৪১ রানের মাথায় দেবধরকে আউট করেন ইশান। এর পরে পর পর উইকেট পড়তে শুরু করে। ইশান একাই ৪০ রান দিয়ে চার উইকেট তুলে নেন। মুকেশ ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন। আকাশদীপ দুটি উইকেট নেন। শাহাবাজ নাদিম নেন একটি উইকেট।  

দিনের শেষ দিকে এক উইকেট হারায় বাংলা। চার রান করে আউট হন অভিমন্যু। ক্রিজে আছেন সুদীপ ঘরামি। ১১ রান করে অপরাজিত আছেন তিনি। আর সুদীপ চট্টোপাধ্যায় অপাজিত নয় রান করে। দবিইতিয় দিনে ভাল শুরু করতে হবে বাংলাকে। পার্টনারশিপ গড়ে তুলতে হবে পেসারদের। 

পরিকল্পনা অনুযায়ী বল করেই সাফল্য এসেছে। বলছিলেন ইশান। দিনের শেষে ইশান বলেন, ''দ্রুত উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা ছিল। শুরুতে উইকেট থেকে পেসাররা সাহায্য পেলেও ধীরে ধীরে উইকেট স্লো হতে শুরু করে। বল নিচু হয়ে যাচ্ছিল। তবুও আমরা আমাদের পরিকল্পনা মেনে বল করতে থাকি আর তাতেই সাফল্য এসেছে।''

আরও পড়ুন: আসলের বদলে শিখর ধাওয়ান ডুপ্লিকেট, দেখুন মজার ভিডিও

ইশান মনে করেন দিনের প্রথম উইকেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। ইশান বলেন, ''দেবধরের উইকেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। প্রথমে আকাশদীপের বলে ও আউট হলেও নো-বলের কারণে আউট হয়নি। ফলে ওদের দুই ওপেনার ভাল খেলতে থাকে। ওদের পার্টনারশিপ তৈরি হতে থাকে। সেই কারণে এই প্রথম উইকেটটা জরুরী ছিল।''     

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement