Advertisement

India vs New Zealand Women Cricket: একাই লড়লেন ঝুলন, সিরিজ হারলেও বাংলার মেয়ের প্রশংসায় নেটিজেনরা

শুরুতে ব্যাট করতে নেমে ভাল শুরু করে ভারত। দুই ওপেনার মেঘনা ও সেফালি ১০০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ৬১ রান করে আউট হন মেঘনা। ৫১ রান করে সেফালি আউট হতেই পরপর তিন উইকেট হারায় ভারত। ইস্তিকা ভাটিয়া ২৫ বলে ১৯ রান করে ফেরেন। মিতালি রাজ আউট হন ২৩ রান করে। ব্যর্থ হন হরমনপ্রীত কৌরও। ২২ বলে ১৩ রান করে আউট হন তিনি। ৬৯ রান করে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। ভারতের ইনিংস শেষ হয় ২৭৯ রানে।

দুরন্ত ঝুলন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2022,
  • अपडेटेड 11:53 PM IST

একাই লড়াই করলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। বাকি বোলারদের ব্যর্থতায় সিরিজ হারতে বল ভারতের মেয়েদের। এর মধ্যেই সম্প্রচারকারী সংস্থা অ্যামাজন প্রাইম টুইট করে কুর্নিশ জানিয়েছে ঝুলনকে। ভিডিওতে দেখা যাচ্ছে বলটা একটু অফস্টাম্পের বাইরের দিকে পড়তেই ড্রাইভ করতে যান নিউজিল্যান্ডের ব্যাটার সুজি বেটিস। ফুল লেংথ ডেলিভারি ইনসুইং করে ভেতরের দিকে ঢুকে আসে। সুজির ব্যাট ও প্যাডের মাঝখান থেকে বল ঢুকে যায় উইকেটে। মিডল উইকেট ছিটকে যায় সুজির। এটা ছিল ঝুলন গোস্বামীর দ্বিতীয় উইকেট। সেই বলের ভিডিও এখন ভাইরাল। সেই ওভারেই আরও একটি উইকেট তুলে নেন তিনি। মাত্র দুই ওভার বল করেই মোট তিন উইকেট নেন ৩৯ বছর বয়সী এই বোলার। তবুও জিততে পারেনি ভারতের মেয়েরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেটে হেরে সিরিজ খুইয়েছে ভারতের মেয়েরা। 

শুরুতে ব্যাট করতে নেমে ভাল শুরু করে ভারত। দুই ওপেনার মেঘনা ও সেফালি ১০০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ৬১ রান করে আউট হন মেঘনা। ৫১ রান করে সেফালি আউট হতেই পরপর তিন উইকেট হারায় ভারত। ইস্তিকা ভাটিয়া ২৫ বলে ১৯ রান করে ফেরেন। মিতালি রাজ আউট হন ২৩ রান করে। ব্যর্থ হন হরমনপ্রীত কৌরও। ২২ বলে ১৩ রান করে আউট হন তিনি। ৬৯ রান করে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। ভারতের ইনিংস শেষ হয় ২৭৯ রানে।

আরও পড়ুন: ব্যর্থ পুরানের লড়াই, ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল ভারত

জবাবে ব্যাট করতে নেমে ঝুলনের দাপটে শুরুতেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপরে দলের হাল ধরেন আমেলিয়া কের ও অ্যামি। ৮০ বলে ৬৭ রান করেন কের। ৭৬ বলে ৫৯ রান করা অ্যামিকে ফেরান সেই ঝুলন। এরপর অন্যদিক থেকে উইকেট পড়তে থাকলেও একদিক ধরে থাকেন লরেন ডাউন। মাত্র ৫২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর সঙ্গে কিছুটা পার্টনারশিপ গড়ে তোলেন ম্যাডি গ্রিন। ২৭ বলে ২৪ রান করে আউট হন তিনি। শেষে কেটি মার্টিন্স ৩৭ বলে ৩৫ রান করেন। ফ্রান্সিস ম্যাকেই ১২ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। সাত উইকেট হারিয়ে পাঁচ বল বাকি থাকেই ২৮০ রান করে ফেলে নিউজিল্যান্ডের মেয়েরা।            

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement