Advertisement

Kagiso Rabada, Shikhar Dhawan: ধাওয়ানকে লাথি মারছেন রাবাদা! কেন? দেখুন VIDEO

ধাওয়ানের উপর রাবাদা একের পর এক লাথি চালাতে থাকেন। ধাওয়ানের হাত থেকে ফুটব্বল পড়ে যাওয়ায় সেটিকেও লাথি মারতে তাকেন পঞ্জাব কিংসের এই বোলার। আসলে, ধাওয়ানের সঙ্গে রাবাদার এই তামাশার ভিডিও ভাইরাল হয়েছে। এই সময় ধাওয়ানকেও হাসতে দেখা যায়। পুরো বিষয়টি দেখে বাকি সহ খেলোয়াড় ও স্টাফরাও হেসে ফেলেন। 

ধাওয়ানকে লাথি মারছেন রাবাদা ধাওয়ানকে লাথি মারছেন রাবাদা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 May 2022,
  • अपडेटेड 3:02 PM IST
  • মজা করছেন ধাওয়ান ও রাবাদা
  • শুক্রবার আরসিবিকে হারিয়েছে তারা

টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শিখর ধাওয়ান এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022 মরশুমে ব্যস্ত। তিনি পঞ্জাব কিংস (PBKS) দলের তারকা ধাওয়ান সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। সম্প্রতি, ধাওয়ান একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে তাঁর সহখেলোয়াড় কাগিসো রাবাদা তাঁকে লাথি মারছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, ধাওয়ান হাতে ফুটবল নিয়ে মাঠের দিকে আসেন এবং রেলিংয়ে স্লাইড করেন। রেলিং থেকে নামার পর তিনি এগিয়ে যেতে শুরু করেন, যখন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার রাবাদা ল্যাং মেরে ধাওয়ানকে মাটিতে ফেলে দেন। এর পর লাথি মারতে মারতে এগিয়ে নিয়ে যান।  

রাবাদা ও ধাওয়ানের মধ্যে মজা-তামাশা

আরও পড়ুন

ধাওয়ানের উপর রাবাদা একের পর এক লাথি চালাতে থাকেন। ধাওয়ানের হাত থেকে ফুটব্বল পড়ে যাওয়ায় সেটিকেও লাথি মারতে তাকেন পঞ্জাব কিংসের এই বোলার। আসলে, ধাওয়ানের সঙ্গে রাবাদার এই তামাশার ভিডিও ভাইরাল হয়েছে। এই সময় ধাওয়ানকেও হাসতে দেখা যায়। পুরো বিষয়টি দেখে বাকি সহ খেলোয়াড় ও স্টাফরাও হেসে ফেলেন। 

ভিডিওর শেষে হাসতে দেখা যায় রাবাদাকেও। এই ভিডিওটি ধাওয়ান নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টে ধাওয়ান লিখেছেন, 'অপমানিত।' একজন ব্যবহারকারী এই ভিডিওতে মজার ভঙ্গিতে মন্তব্য করেছেন, 'এই শিখর ধাওয়ান, সবাইকে নষ্ট করে দিয়েছে।' কিছুদিন আগেই দলের মালকিন প্রীতি জিন্টার সঙ্গে জিমে সময় কাটাতে দেখা গিয়েছিল ধাওয়ানকে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল।

পাঞ্জাব দলে ধাওয়ানের সর্বোচ্চ ৪০২ রান

এই মরশুমে প্রীতি জিন্টার মালিকানাধীন পঞ্জাব কিংসের হয়ে ক্রিকেট খেলছেন ধাওয়ান। পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি একটি মেগা নিলামে ধাওয়ানকে ৮.২৫ কোটি রুপি দর দিয়ে কিনেছে। পঞ্জাব দল এই মরশুমে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জিতেছে ৬টিতে। দলটির প্লে অফে ওঠার সুযোগ রয়েছে। ধাওয়ান এখনও পর্যন্ত দলের হয়ে ১২ ম্যাচে ৪০২ রান করেছেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement