Advertisement

IPL 2023 KKR vs LSG: 'কোহলি কোহলি' স্লোগান, KKR সমর্থকদের এইভাবে চুপ করালেন নবীন

বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের লড়াই যেন কিছুতেই থামছে না। সেই বিতর্কের আঁচ গিয়ে পড়ল ইডেন গার্ডেন্স-ও। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়েন্টস। আর সেই ম্যাচেও দেখা গেল এই দৃশ্য। এই বিতর্কে যোগ দিতে দেখা গেল নবীন উল হককেও।

বিরাট কোহলি ও নবীন উল হক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2023,
  • अपडेटेड 1:28 PM IST
  • KKR ম্যাচে আবার বিতর্ক
  • ভাইরাল ভিডিও

বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের লড়াই যেন কিছুতেই থামছে না। সেই বিতর্কের আঁচ গিয়ে পড়ল ইডেন গার্ডেন্স-ও। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়েন্টস। আর সেই ম্যাচেও দেখা গেল এই দৃশ্য। এই বিতর্কে যোগ দিতে দেখা গেল নবীন উল হককেও।


কী ঘটেছিল?
ইডেনে কেকেআর-এর ব্যাটিং  চলাকালীন কিছু সমর্থক বিরাট কোহলির নামে জয়ধ্বনি দিতে থাকেন। কিং কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানো নবীন-উল হককে দেখামাত্রই বিরাট বিরাট রব শোনাল কলকাতা। গোটা ম্যাচ সেই ‘কোহলি-কোহলি’ রব শোনার পর ১৪ তম ওভারে এসে জবাব দিলেন আফগান পেসার। রহমনুল্লা গুরবাজের ক্যাচ ধরার পর মুখে আঙুল দিয়ে গোটা স্টেডিয়ামকে ‘চুপ’ করানোর চেষ্টা করলেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি, ১৯তম ওভারে ২০ রানের বেশি দেওয়ার পর ফের সেই স্লোগান শুনতে হয়েছে তাঁকে। এর আগে ১ মে আরসিবি-র সঙ্গে লখনউ-এর ম্যাচে বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন লখনউ মেন্টর গৌতম গম্ভীর। 

আরও পড়ুন: ম্যাচের পরই ধোনি-জাদেজা ঝামেলা, ক্যাপ্টেন কুলের রাগ দেখে অবাক নেটিজেনরা; VIDEO

কী হয়েছিল গম্ভীর-বিরাটের মধ্যে?
ম্যাচ শেষে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। আর তা এতটাই উত্তপ্ত হয় যে, বাকি খেলোয়াড় ও কর্মীদেরও হস্তক্ষেপ করতে হয়। সেই ভিডিও এবং ছবি ভাইরাল হচ্ছে। ভিডিওতে লখনউ দলের অমিত মিশ্র, বিজয় দাহিয়া, কেএল রাহুল এবং বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিসকেও হস্তক্ষেপ করতে দেখা যায়। একানা স্টেডিয়ামের অনেক ভাইরাল ফুটেজ সামনে আসে। সেই ভিডিওতে দেখা যায়,ফিল্ডিংয়ের সময় বিরাট কোহলি বেশ উৎসাহী। লখনউ (এলএসজি) এর ক্রুনাল পাণ্ডিয়া আউট হওয়ার সঙ্গে সঙ্গে কোহলি দর্শকদের দিকে ইঙ্গিত করেন। অনেকের দাবি, গৌতম গম্ভীরকে লক্ষ্য করে সেই ইঙ্গিত করেন বিরাট। 

Advertisement

আরও পড়ুন: লড়াই করেও পারলেন না রিঙ্কু, KKR-কে হারিয়েই প্লে অফে LSG
 

ভাইরাল ভিডিওতে আরও দেখা যায়, বিরাট কোহলি ১৭তম ওভারে LSG-র ইনিংসের সময় ব্যাটসম্যান নবীন-উল-হককে উদ্দেশ্য করে কিছু বলেন। যার জেরে দুজনেই ঝগড়ায় জড়িয়ে পড়েন। তখন নবীনের সঙ্গে থাকা অপর ব্যাটসম্যান অমিত মিশ্র আম্পায়ারের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। 


ম্যাচের আরও একটি ফুটেজে দেখা যায়, কেএল রাহুল নবীনকে তাঁর কাছে ডাকছেন। রাহুল চেয়েছিলেন দুজনের মধ্যে বিবাদ মিটে যাক। সেজন্য তিনি বিরাট কোহলির সঙ্গে কথাও বলেন।


আরও একটি ফুটেজ সামনে আসে সেখানে দেখা যায়, নবীন-উল-হক বিরাট কোহলির সঙ্গে কথা বলতে রাজি হননি এবং এগিয়ে যান। তারপর ম্যাচ শেষে বিরাট এবং নবীন একনা স্টেডিয়ামে হাত মেলান। আর তা করতে গিয়েই দুজন ফের তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement