Advertisement

South Africa vs India: কেন হারল টিম ইন্ডিয়া? রাহুল বলছেন, 'মিডল অর্ডারে ব্যর্থতা'

দ্বিতীয় টেস্টের প্রথমবার দলকে নেতৃত্ব দিতে গিয়ে ৭ উইকেটে ম্যাচ হারতে হয়েছিল কে এল রাহুলের ভারতকে। ফের একবার একদিনের সিরিজে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারলো তাঁর দল। রান তাড়া করতে গিয়ে প্রথমেই রাহুলের উইকেট খোয়াতে হলেও ক্রিজে জমে গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। দারুণ ভাবে ম্যাচে ফিরে এসেছিল ভারত। দ্বিতীয় উইকেটে দুই অভিজ্ঞ ব্যাটার ৯২ রান যোগ করেন কিন্তু কোহলি ৫১ রান করে ও ধাওয়ান ৭৯ রান করে ফিরতেই একের পর এক উইকেট পড়তে থাকে। ভারতের ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার কেউই রান পাননি। শেষদিকে শার্দুল ঠাকুর ৪৩ বলে ৫০ রান করলেও শেষ রক্ষা হয়নি।

কে এল রাহুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2022,
  • अपडेटेड 12:09 PM IST

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯৭ রান তাড়া করতে গিয়ে ৩১ রানে হেরে বসল কেএল রাহুলের (KL Rahul) ভারত। ১৩৮ রানে এক উইকেট পড়লেও ৬১ রানের মধ্যেই আরও ছয় উইকেট খুইয়ে ফেলে ভারত। ১৯৯ রানেই সাত উইকেট পড়ে যায় ভারতের। ২৬৫ রানে আট উইকেট খুইয়ে নিজেদের ইনিংস শেষ করে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হারের পর মিডিল অর্ডারকেই কাঠগড়ায় তুলেছেন ভারত অধিনায়ক। 
টেস্ট সিরিজের ২-১ ব্যবধানে হারের পর এবার একদিনের সিরিজে ও ০-১ এ পিছিয়ে পড়ল ভারত। হতাশ কেএল রাহুল। ভারতের স্টপ গ্যাপ কোচ বলেন, ''ম্যাচে আগাগোড়া দারুন লড়াই হয়েছে। এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দ্রুত শিখতে হবে। মিডল অর্ডারকে আরো বেশি দায়িত্ব নিতে হবে। ঠিক তেমনি ভাবেই বোলিং করার সময় মাঝের ওভার গুলিতে উইকেট নিতে হবে। এই ম্যাচে আমরা এই দুটোর কোনটাই করতে পারিনি। ২০ থেকে ২৫ রান বেশি খরচ করে ফেলেছি। তবুও আমরা জিততে পারতাম। কিন্তু মিডল অর্ডার ঠিক করে খেলতে না পারায় এবং দক্ষিণ আফ্রিকার অসাধারণ বোলিং-এর দাপটে এই ম্যাচটা হারতে হলো।''

আরও পড়ুন: মিডল অর্ডারের ব্যরথতায় ফের ডুবল ভারত, হার ৩১ রানে


দ্বিতীয় টেস্টের প্রথমবার দলকে নেতৃত্ব দিতে গিয়ে ৭ উইকেটে ম্যাচ হারতে হয়েছিল কে এল রাহুলের ভারতকে। ফের একবার একদিনের সিরিজে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারলো তাঁর দল। রান তাড়া করতে গিয়ে প্রথমেই রাহুলের উইকেট খোয়াতে হলেও ক্রিজে জমে গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দারুণ ভাবে ম্যাচে ফিরে এসেছিল ভারত। দ্বিতীয় উইকেটে দুই অভিজ্ঞ ব্যাটার ৯২ রান যোগ করেন কিন্তু কোহলি ৫১ রান করে ও ধাওয়ান ৭৯ রান করে ফিরতেই একের পর এক উইকেট পড়তে থাকে। ভারতের ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার কেউই রান পাননি। শেষদিকে শার্দুল ঠাকুর ৪৩ বলে ৫০ রান করলেও শেষ রক্ষা হয়নি।
নিজে রান না পাওয়ায় আক্ষেপ শোনা গেল কে এল রাহুল এর গলায়। তিনি বলেন, ''আমিও বড় রান পেলাম না তবে কোহলি আর ধাওয়ান কিন্তু দারুন খেলছিল। ওরা দুইজন আউট হওয়ার পরেই আমরা খেলা থেকে হারিয়ে যাই। উইকেটে কিন্তু তেমন কিছু ছিল না। তাই এই ব্যর্থতা মানা কঠিন। আমাদের দ্রুত এই ব্যাপারে ভাবতে হবে।''

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement