Advertisement

EXCLUSIVE: পিছিয়ে যাচ্ছে ISL ডার্বি, কবে মোহনবাগান VS ইস্টবেঙ্গল?

পিছিয়ে যাচ্ছে ISL-এর প্রথম ডার্বি (Kolkata Derby)। লক্ষ্মীপুজোর (Laxmi Puja 2023) দিন ডার্বি ম্যাচ থাকায় যুবভারতী ক্রীড়াঙ্গন বা পুলিশি নিরাপত্তা কোনটাই দেওয়া সম্ভব হবে না বলেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আর সেই কারণেই পিছিয়ে যাচ্ছে ডার্বি।

বদলে যাচ্ছে ডার্বির তারিখ
জাগৃক দে
  • কলকাতা,
  • 28 Sep 2023,
  • अपडेटेड 3:31 PM IST
  • ১ নভেম্বর হতে পারে ডার্বি
  • নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পিছিয়ে যাচ্ছে ISL-এর প্রথম ডার্বি (Kolkata Derby)। লক্ষ্মীপুজোর (Laxmi Puja 2023) দিন ডার্বি ম্যাচ থাকায় যুবভারতী ক্রীড়াঙ্গন বা পুলিশি নিরাপত্তা কোনটাই দেওয়া সম্ভব হবে না বলেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আর সেই কারণেই পিছিয়ে যাচ্ছে ডার্বি।


কবে হতে পারে ডার্বি?
১ নভেম্বর ডার্বি হতে পারে। তবে এখনই নিশ্চিত করে জানানো হয়নি। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, ডার্বি হতে পারে কলকাতার বাইরে। সেই তালিকায় ছিল ভুবনেশ্বর। তবে কলকাতা ডার্বি কলকাতায় না করলে দর্শকরা ম্যাচ মাঠে গিয়ে দেখা থেকে বঞ্চিত হবেন। তাতে ক্ষতি হবে আয়োজক মোহনবাগানের (Mohun Bagan Super Giant)। আইএসএল-এর (ISL 2023-24) জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন উঠবে। সেই কথা মাথায় রেখে কলকাতাতেই হচ্ছে ডার্বি। তবে পিছিয়ে যাচ্ছে তারিখ। আইএসএল-এর পাশাপাশি পুজো ও  ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023) একই সময় পড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে নিরাপত্তা নিয়ে। তবে বিশ্বকাপ নিয়ে আগেই কথা বলে রেখেছে সিএবি। এফএসডিএল পরে সূচি প্রকাশ করায় সমস্যায় পড়তে হয়েছে আইএসএল-কে।
 

দুটি ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান
আইএসএল-এর দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে মোহনবাগানের। প্রথম ম্যাচে নবাগত পঞ্জাব এফসি-কে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করে ডুরান্ড চ্যাম্পিয়নরা। বুধবার তারা হারিয়ে দেয় সুনীল ছেত্রী হীন বেঙ্গালুরু এফসিকে। একমাত্র গোলটি করেন হুগো বুমোস। এরপর এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে মোহনবাগান। ৭ অক্টোবর আইএসএল-এ তাদের ম্যাচ চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে। ২৮ অক্টোবর ডার্বি হওয়ার কথা ছিল। 
 

প্রথম ম্যাচেই ড্র ইস্টবেঙ্গলের
আইএসএল-এর প্রথম ম্যাচে জামসেদপুর এফসি-র বিরুদ্ধে 0-0 গোলে ড্র করেছে ইস্টবেঙ্গল। সুযোগ কাজে লাগাতে না পারার কারণেই ড্র করতে হয় ডুরান্ড রানার্সদের। ডুরান্ডের গ্রুপ পর্বে সাড়ে চার বছর পর ডার্বি জিতে ভক্তদের মনে আশা জাগিয়েছিল ইস্টবেঙ্গল। তবে ফাইনালে ১ গোলে হারতে হওয়ায় আশঙ্কায় লাল-হলুদ সমর্থকরা। 
   
  
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement