Advertisement

Kolkata Knight Riders IPL 2023: KKR-র এই দুই প্লেয়ারকে বাদ দেওয়ার হোক, সরব সমর্থকরা

আইপিএল (IPL 2023) থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে-অফে (Play-Off) যাওয়ার সুযোগ হারিয়ে, এবারেও খালি হাতেই ফিরতে হল নাইটদের। শেষ ম্যাচ অবধি লড়াই চালিয়ে ব্যর্থ হন রিঙ্কু সিং, নীতীশ রানারা। যার জেরে ক্ষুব্ধ নাইট সমর্থকরা। তাঁদের টার্গেট এবার সিইও ভেঙ্কি মাইসোর।   

কেকেআর দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2023,
  • अपडेटेड 6:21 PM IST

আইপিএল (IPL 2023) থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে-অফে (Play-Off) যাওয়ার সুযোগ হারিয়ে, এবারেও খালি হাতেই ফিরতে হল নাইটদের। শেষ ম্যাচ অবধি লড়াই চালিয়ে ব্যর্থ হন রিঙ্কু সিং, নীতীশ রানারা। যার জেরে ক্ষুব্ধ নাইট সমর্থকরা। তাঁদের টার্গেট এবার সিইও ভেঙ্কি মাইসোর।   

প্রসঙ্গত, গোটা টুর্নামেন্টে কলকাতার পারফরম্যান্স একদমই ভালো নয়। পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে শেষ করেছে নাইট ব্রিগেড। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল যে, ১৪টি ম্যাচ খেলে মাত্র ৬টিতে জিততে পেরেছে কেকেআর (KKR)। অন্যদিকে, ৮টি ম্যাচে তাঁরা হেরেছে। অন্তত টি-২০ ক্রিকেটের (T-20 Cricket) পরিসংখ্যান অনুযায়ী ফলাফল একদমই আশানুরূপ নয়। সাধারণ ভাবে ১৬ পয়েন্ট না পেলে প্লে অফে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। সেখানে মাত্র ১২ পয়েন্ট পায় কলকাতা। এই ব্যর্থতার ফলে, সমালোচনার মুখে পড়তে হয়েছে ভেঙ্কিকে। শুধু তাই নয়, সমালোচনা হয়েছে, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের নিয়েও।

কেকেআর ফ্যানদের পোস্ট

আরও পড়ুন: টাকার বৃষ্টি IPL-এ, কত টাকা পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা? 

প্রসঙ্গত, মরশুম শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) চোটের কারণে ছিটকে যান। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন নীতিশ রানা (Nitish Rana)। কিন্তু অধিনায়ক হিসেবে সেইভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। যদিও এটাও বাস্তব যে, রিঙকু সিং –এর (Rinku Singh) মত তারকা এই দল থেকেই উঠে এসেছেন। গোটা মরশুমে যথেষ্ট ভালো খেলেছেন তিনি। জেসন রয় (Jason Roy), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) এবং রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) সহ অনেকেই কিছু ভালো ইনিংস উপহার দিয়েছেন। কিন্তু একক পারফরম্যান্সে কখনোই একটি দল সাফল্য পেতে পারেনা। ফলে, যা হওয়ার তাই হয়েছে। এই আইপিএলে ভালো ফল করতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স।  

Advertisement
কেকেআর ফ্যানদের পোস্ট

  

ফলস্বরূপ, সমর্থকরাও ভীষণ ক্ষুব্ধ। অনেকেই সোশ্যাল মিডিয়াতে দাবি তুলেছেন, কিছু ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হোক। কিছু সমর্থক আবার বলতে শুরু করেছেন, দলের ম্যানেজারকে এবার সরানো হোক। কেকেআর-এর পেজে কমেন্ট করে একজন লিখেছেন, বেঙ্কি মাইসোরের (Venky Mysore) নাকি ক্রিকেট সম্বন্ধে কোনও নলেজই নেই। অনেক সমর্থক দাবি তুলেছেন খারাপ ম্যানেজমেন্ট, দলের ম্যানেজারের পদত্যাগ করা উচিৎ।                

কলকাতা শেষবার চ্যাম্পিয়ন হয় ২০১৪ সালে। তারপর থেকে ভাঁড়ার শূন্য। দিনের পর দিন সাফল্য না আসায়, কেকেআর সমর্থকরা দারুণ ক্ষুব্ধ।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement