সিন্ধু পর লক্ষ্য সেন (Lakshya Sen)। পিছিয়ে থেকেও ব্যাডমিন্টন থেকে ভারতকে ফের সোনা এনে দিলেন লক্ষ্য। হাড্ডাহাড্ডি লড়াই করেও কমনওয়েলথ গেমসের (Commomnwealth Games 2022) ছেলেদের ফাইনালে জিতলেন ভারতীয় শাটলার। প্রথম থেকেই প্রত্যেক পয়েন্টের জন্য লড়তে দেখা যায় লক্ষ্য সেন ও মালয়শিয়ার শাটলার ইয়ংকে। প্রথম গেমে পিছিয়ে পড়েও দারুণভাবে লড়াইয়ে ফিরে আসেন লক্ষ্য।
এতকিছুর মধ্যেও প্রথম গেমে একটা সময়, ১৮-১৯ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন লক্ষ্য। তবে সেখান থেকে পরপর তিন পয়েন্ট তুলে নিয়ে গেম জিতে নেন তিনি।
দ্বিতীয় গেমে দারুণ পিছিয়ে থেকেও দারুণভাবে এগিয়ে যান লক্ষ্য। ইয়ংকে কার্যত নাস্তানাবুদ করে ৯-২১ ব্যবধানে জিতে নেন লক্ষ্য। আনফোর্সড এরর কম করে দ্বিতীয় গেমে বাজিমাত করেন ভারতীয় শাটলার।
তৃতীয় গেমের শুরুতেই দুই পয়েন্ট হারিয়ে বসেন লক্ষ্য। ফের কামব্যাক করেন তিনি। দ্বিতীয় পয়েন্টের লড়াইয়ে লম্বা র্যালি হয়। যদিও শেষ হাসি হাসেন লক্ষ্য। ফের লম্বা র্যালিতে পঞ্চম পয়েন্টও তুলে নেন তিনি। তৃতীয় গেমে ১৯-১৪ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন লক্ষ্য। সেখান থেকে পরপর দুই পয়েন্ট তুলে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও পারেননি ইয়ং।
আরও পড়ুন: COVID আক্রান্ত, তবু কমনওয়েলথে মাঠে নামলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার
অল ইংল্যান্ড খেতাব জেতার পর কমনওয়েলথেও সোনা জিতে নিলেন লক্ষ্য। এর আগে ভারতকে সোনা এনে দিয়েছিলেন পিভি সিন্ধু। প্রথম সেটে কানাডার মিশেল লিকে ২১-১৫ ব্যবধানে হারিয়ে দেন ভারতের শাটলার। টোকিও অলিম্পিক্সে সোনা জিততে না পারলেও কমনওয়েলথে সোনা জিতলেন ভারতের তারকা। দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন দুই শাটলারই। তবে শেষ হাসি হাসেন ভারতের শাটলারই। ২১-১৩ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে চ্যাম্পিয়ন হন সিন্ধু।
আরও পড়ুন: ফের কমনওয়েলথে ভারতের সোনা, এবার পদক বক্সিংয়ে
বাঁ পায়ে হাল্কা চোট নিয়েই খেলতে নেমেছিলেন সিন্ধু। দ্বিতীয় গেমে বড় র্যালি শেষ হওয়ার পর হাঁটু ধরে ঝুঁকে পড়তে দেখা যায় তাঁকে। তবে সেই সমস্যা কিছুক্ষনের মধ্যেই কাটিয়ে ওঠেন সিন্ধু। একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকেন তিনি। নিখুঁত প্লেসিং, বিপক্ষের একাধিক আনফোর্স এরের সুযোগ নিয়ে পয়েন্ট জিততে থাকেন ভারতের শাটলার। এই প্রথম কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জিতে নিলেন সিন্ধু।