Advertisement

Ashes 2023: ওয়ার্নার, খ্বজাকে গালাগালি, অ্যাসেজের শেষদিনে মুখ পুড়ল লর্ডসের, VIRAL VIDEO

প্রথম টেস্টে হারের পর রবিবার দ্বিতীয় টেস্টেও ইংল্যারন্ডকে ৪৩ রানে হারিয়ে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া (Australia)। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাjজলউডদের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। তবে ইংল্যান্ডের হয়ে একা লড়েছিলেন বেন স্টোকস। তিনি আউট হতেই ইংল্যান্ডের সব আশা শেষ হয়ে যায়।

দুই অজি ক্রিকেটারের সঙ্গে ঝামেলা
Aajtak Bangla
  • লন্ডন,
  • 03 Jul 2023,
  • अपडेटेड 6:31 PM IST

প্রথম টেস্টে হারের পর রবিবার দ্বিতীয় টেস্টেও ইংল্যারন্ডকে ৪৩ রানে হারিয়ে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া (Australia)। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাjজলউডদের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। তবে ইংল্যান্ডের হয়ে একা লড়েছিলেন বেন স্টোকস। তিনি আউট হতেই ইংল্যান্ডের সব আশা শেষ হয়ে যায়।


ম্যাচের পঞ্চম দিনই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের গালিগালাজ করার অভিযোগ উঠেছে এমসিসি-র সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ পঞ্চম দিন লর্ডসের লং রুমে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের কয়েক জন সদস্যের সঙ্গে কথা কাটাকাটি হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নারের। অভিযোগ, ক্রিকেটারদের ওপর চড়াও হয় তারা। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অস্ট্রেলিয়ার অভিযোগ, তাদের ক্রিকেটারদের হেনস্থা করা হয়েছে। তদন্তের দাবিও করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর ঘটনার অভিযোগ পেতেই নড়েচড়ে বসে এমসিসি। জানা যাচ্ছে, ওই সদস্যদের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছে তারা। এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লর্ডসে ঢুকতে পারবেন না ওই সমর্থকরা। 


ঘটনার সূত্রপাত, ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) বিতর্কিত আউট নিয়ে। তাঁর আউটের পরেই অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন ইংল্যান্ড সমর্থকরা। তারপরই শুরু হয় ঝামেলা। অজি ক্রিকেটাররা লং রুমে ঢুকতে গেলে, সেখানে এমসিসি সদস্য ইংল্যায়ন্ড সমর্থকরা চড়াও হন অজি ক্রিকেটারদের উপর। নিজের প্রিয় মাঠ লর্ডসে এই ধরনের ঘটনার সম্মুখীন হবেন তা ভাবতে পারেননি খোয়াজা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘লর্ডসের সমর্থকদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ছিল। কিন্তু রবিবার যা হল তা মেনে নেওয়া যায় না। ইংল্যান্ডের সমর্থকেরা যে ভাষায় কথা বলছিল, তা খুবই অসম্মানের। আমি সেটা মেনে নিতে পারিনি। তাই প্রতিবাদ করেছি। ওরা অন্যায় ভাবে আমাদের উপর দায় চাপাচ্ছিল। সেটা ঠিক নয়।‘ 

Advertisement


ইতিমধ্যেই এই ঘটনার অভিযুক্ত সমর্থকদের বিরুদ্ধে ব্যপবস্থা নিল এমসিসি। শাস্তি দেওয়া হয়েছে অভিযুক্তদের। এই নিয়ে এমসিসি বিবৃতিতে দিয়ে জানায়,’লর্ডসের ঘটনায় ওই সদস্যদের শাস্তি দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বরখাস্ত করা হয়েছে। লর্ডসে ঢুকতে পারবেন না ওই সমর্থকেরা। তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।‘
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement