Advertisement

Mike Tyson on Lionel Messi: 'যদি মেসির গায়ে একটা আঁচ লাগে...' মেক্সিকান বক্সারকে পাল্টা হুমকি টাইসনের

দল যখন উদ্‌যাপন করছিল, মেসি তখন নিজ জায়গায় বসে বুট খুলছিলেন। বুট খোলার একপর্যায়ে সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন আর্জেন্টাইন তারকা। 

ছবিটি সংগৃহীতছবিটি সংগৃহীত
Aajtak Bangla
  • দোহা,
  • 30 Nov 2022,
  • अपडेटेड 3:54 PM IST
  • মেক্সিকোর জার্সিতে লাথি মারার অভিযোগ
  • মেসিকে মারার হুমকি
  • মেসির পাশে দাঁড়ালেন মাইক টাইসন

Mike Tyson on Lionel Messi: প্রাক্তন বক্সার মাইক টাইসন (Tyson) তাহলে আর্জেন্টিনার ভক্ত? ২০০৫ সালে সাংবাদিককে মারধর ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে কোর্টে গিয়েছিলেন টাইসন। ১৭ বছর পর এবার লিওনেল মেসির (Lionel Messi) পাশে দাঁড়ালেন বিশ্বখ্যাত বক্সার টাইসন। মেসিকে হুমকি দেওয়া বক্সার সাউল অ্যালভারেজকে মাইক টাইসন বললেন,  'যদি মেসির গায়ে একটা আঁচও লাগে, তাহলে এত বছর পরেও বক্সিং রিংয়ে নামতে আমি পিছপা হবেন না।'

মেক্সিকোর জার্সিতে লাথি মারার অভিযোগ

বিতর্কের শুরু বিশ্বকাপে (FIFA World Cup 2022) আর্জেন্টিনা–মেক্সিকো ম্যাচের পর। আর্জেন্টিনা ২–০ গোলে জেতার পর ড্রেসিংরুমে জয় উদ্‌যাপন করছিলেন মেসি–ফার্নান্দেজরা। এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দল যখন উদ্‌যাপন করছিল, মেসি তখন নিজ জায়গায় বসে বুট খুলছিলেন। বুট খোলার একপর্যায়ে সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন আর্জেন্টাইন তারকা। 

আরও পড়ুন

মেসিকে মারার হুমকি

এরপরেই একের পর টুইট করেন বিশ্বখ্যাত মেক্সিকান বক্সার অ্যালভারেজ এরপর কয়েকটি টুইটে মেসির সমালোচনা করেন, 'আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন? আমার সামনে যেন ওকে (মেসি) পড়তে না হয়,সে জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত।’ এ ছাড়াও ছাপার অযোগ্য ভাষাতেও কিছু টুইট করেন ‘পাউন্ড ফর পাউন্ড’ লড়াইয়ে বর্তমান মুষ্টিযোদ্ধাদের মধ্যে গত মে মাসেও সুপার মিডলওয়েটে বিশ্বসেরা হওয়া অ্যালভারেজ।

মেসির পাশে দাঁড়ালেন মাইক টাইসন

এবার অ্যালভারজকে পাল্টা হুমকি দিলেন প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার মাইক টাইসনও। মাইক টাইসন বলেন, “ক্যানেলো নামের কেউ মেসিকে হুমকি দিয়েছে। সে যদি মেসিকে স্পর্শ করার সাহস করে, তাহলে আমাকে এত বছর পর রিংয়ে নামতে হবে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement