Advertisement

Women World Cup: হারলেন মিতালিরা, সেমিফাইনালে যাওয়া কি এখনও সম্ভব?

পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ মিতালিরা। তিন ম্যাচ হেরেছে তারা। আর জিতেছে দুটি ম্যাচ। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় ওয়েস্ট ইন্ডিজ। তবে তাদের রানরেট -.৯৩০। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিউজিল্যান্ডেরও। পাঁচ নম্বরে তারা। রানরেট -.২১৬। ওয়েস্ট ইন্ডিজের কাচগে আরও তিনটি ম্যাচ রয়েছে। তাই শুধু নিজেদের জিত নয় ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ডের হারটাও ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ।

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2022,
  • अपडेटेड 3:47 PM IST

ডু অর ডাই ম্যাচে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ছয় উইকেটে হেরে গেল ভারতের মেয়েরা। খাতায় কলমে এখনও ভারতের মহিলাদের সেমিফাইনালে যাওয়ার রাস্তা রয়েছে। তবে সেই রাস্তা খুব কঠিন। এখনও দুটি ম্যাচ রয়েছে মিতালিদের। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই দুই ম্যাচে জিততেই হবে ভারতের মেয়েদের। রান রেটের হিসেবে কিছুটা সুবিধাজনক জায়গায় ভারত। মিতালিদের রান রেট এখন .৪৫৬। তালিকায় প্রথম অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সবকটাই জিতে ১০ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা চার ম্যাচে আট পয়েন্ট। কোনও ম্যাচ হারেনি তারাও। 

তিন ও চার নম্বরের জন্য লড়াই চলছে। সেই লড়াইয়ে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। তবে খাতায় কল্মে এখনও আশা রয়েছে বাংলাদেশ ও গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তবে সমস্ত ম্যাচ হেরে আশা শেষ পাকিস্তানের মেয়েদের। 

পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ মিতালিরা। তিন ম্যাচ হেরেছে তারা। আর জিতেছে দুটি ম্যাচ। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় ওয়েস্ট ইন্ডিজ। তবে তাদের রানরেট -.৯৩০। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিউজিল্যান্ডেরও। পাঁচ নম্বরে তারা। রানরেট -.২১৬। ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও তিনটি ম্যাচ রয়েছে। তাই শুধু নিজেদের জিত নয় ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ডের হারটাও ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ।
 
ভারতীয় দল টস হেরে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ২৭৭ রান করে। অধিনায়ক মিতালি রাজ (Mithai Raj) ৬৮, হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) অপরাজিত ৫৭ রান করেন। ভাল রান করেন ইয়াস্তিকা ভাটিয়াও। ৫৯ রান করেন তিনি। 

আরও পড়ুন: ধোনির স্ত্রী থেকে সচিন, কারা কেমন হোলি খেললেন? দেখুন

আরও পড়ুন: রোহিতদের দল গঠনেই খামতি রয়েছে মত বিরাটের কোচের

জবাবে অস্ট্রেলিয়া দল ৪ উইকেট হারিয়ে ২৮০ রান করে ম্যাচ জিতে নেয়। অস্ট্রেলিয়া দলের হয়ে অধিনায়ক মেগ লেনিং করেন ৯৭ রান। সেঞ্চুরির কাছাকাছি ক্যাচ আউট। তিনি ছাড়াও ৭২ রান করেন উইকেটরক্ষক অ্যালিসা হিলি। টিম ইন্ডিয়ার হয়ে ২ উইকেট নেন পূজা ভাস্ত্রকার। মেঘনা সিং এবং স্নেহ রানা ১ টি করে উইকেট পান। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement