Advertisement

Hasin Jahan Mohammed Shami: 'যৌন কর্মীদের সঙ্গে রাত কাটাতেন শামি', সুপ্রিম কোর্টে হাসিন

সুপ্রিম কোর্টের দারস্থ হলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। স্বামী মহম্মদ শামির বিরুদ্ধে বিয়ের পরেও যৌন কর্মীদের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ আনলেন হাসিন। ভারতীয় দলের ফাস্ট বোলার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ করেছেন হাসিন। মহম্মদ শামির সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ হিসেবে দিতে হবে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে। সোমবার এমনই নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। তবে শামির আরও কঠোর শাস্তি চেয়েছিলেন হাসিন। আর এবার সুপ্রিম কোর্টের দারস্থ ভারতীয় ক্রিকেট তারকার স্ত্রী। ফোনে bangla.aajtak.in-কে হাসিন বলেন, 'আমি আশা করব এবার সুবিচার পাবো। সেই জন্যই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা।'

মহম্মদ শামি ও হাসিন জাহান
জাগৃক দে
  • কলকাতা ,
  • 02 May 2023,
  • अपडेटेड 8:53 AM IST

সুপ্রিম কোর্টের দারস্থ হলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। স্বামী মহম্মদ শামির বিরুদ্ধে বিয়ের পরেও যৌন কর্মীদের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ আনলেন হাসিন। ভারতীয় দলের ফাস্ট বোলার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ করেছেন হাসিন।  মহম্মদ শামির সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ হিসেবে দিতে হবে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে। সোমবার এমনই নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। তবে শামির আরও কঠোর শাস্তি চেয়েছিলেন হাসিন। আর এবার সুপ্রিম কোর্টের দারস্থ ভারতীয় ক্রিকেট তারকার স্ত্রী। ফোনে bangla.aajtak.in-কে হাসিন বলেন, 'আমি আশা করব এবার সুবিচার পাবো। সেই জন্যই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা।'  

কী কী অভিযোগ শামির বিরুদ্ধে?

হাসিনের অভিযোগ শামি তাঁর কাছে যৌতুক দাবি করতেন। পাশাপাশি যৌন কর্মীদের সঙ্গে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়িত থাকার অভিযোগ এনেছেন হাসিন। তাঁর অভিযোগ, ভারতীয় দলের হয়ে সফরের সময় বিসিসিআই-এর দেওয়া হোটেল রুমে যৌনকর্মীদের নিয়ে আসতেন শামি। তাঁর কাছে দুটি মোবাইল থাকত। যৌনকর্মীদের যে ফোন থেকে শামি যোগাযোগ করতেন তা কলকাতা পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে।' হাসিনের অভিযোগ ছিল, ওই ফোন থেকেই যৌন কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন শামি। 

আরও পড়ুন: ম্যাচ শেষে ফের অশান্তিতে জড়ালেন বিরাট-গম্ভীর, VIDEO VIRAL

নিজের আইনজীবীর বিরুদ্ধেও অভিযোগ
শুধু শামি নয়, নিজের আইনজীবীর বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ সামনে এনেছেন হাসিন। তাঁর দাবি, 'আমি সঠিক বিচার পাচ্ছি না। কেন জানেন? আমার আইনজীবীর সঙ্গেই ওরা রফা করে নিচ্ছে। ফলে অর্ডার পেলেও সেটা কার্যকর করার আগেই, রায় বদলে যাচ্ছে। গত চার বছর ধরে এই লড়াই লড়ে যাচ্ছি। যার কাছেই যাচ্ছি একই ব্যাপার। আমার জেতা কেস হেরে যাচ্ছি।' হতাশ হলেও লড়াই ছাড়তে নারাজ হাসিন। কীভাবে এমনটা হচ্ছে জানতে চাইলে হাসিন বলেন, 'দেখুন শামি অনেক বড় একটা নাম। ওর রাজনৈতিক বলুন বা অন্য যে কোনও ক্ষেত্রেই ক্ষমতা রয়েছে। সেটাই ও ব্যবহার করছে। ফলে আমি ন্যায়বিচার পাচ্ছি না।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement