Advertisement

Hasin Jahan: মহম্মদ শামির স্ত্রী হাসিনের টলিউড-ডেবিউ, হিরো কে?

'রিয়েলিটি শো' ছবির পরিচালক বিশিখ তালুকদার। এই ছবিতে আরও অন্যান্য চরিত্রে রয়েছেন পিয়া সেনগুপ্ত, কাঞ্চনা মৈত্র, দেবিকা মুখোপাধ্যায়রা। শিশু শিল্পী সমৃদ্ধি বক্সি। অনেকদিন ধরেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল হাসিনের। আর এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই প্রচুর ফলোয়ার রয়েছে হাসিনের। তাঁকে বিভিন্ন সময় রিল বানাতে দেখা গিয়েছে। তবে এবার রুপোলি পর্দায় দেখা যাচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির প্রচার করছেন হাসিন। 

সিনেময় অভিনয় করছেন হাসিন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Aug 2022,
  • अपडेटेड 10:02 AM IST
  • রুপোলি পর্দায় শামির স্ত্রী
  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবিতে হাসিন

সিনেমায় ডেবিউ করলেন মহম্মদ শামির (Mohammad Shami) স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শেষ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিলে দেখা গিয়েছে শামির মডেল-অভিনেত্রী স্ত্রীকে। আর এবার বড় পর্দায় দেখা গেল হাসিনকে। ছবির নাম রিয়েলিটি শো। ছবিতে নায়িকার চরিত্রে রয়েছেন হাসিন। নায়কের চরিত্রে ঋতব্রত ভট্টাচার্য। 

'রিয়ালিটি শো'-তে অভিনয় করেছেন হাসিন

'রিয়েলিটি শো' ছবির পরিচালক বিশিখ তালুকদার। এই ছবিতে আরও অন্যান্য চরিত্রে রয়েছেন পিয়া সেনগুপ্ত, কাঞ্চনা মৈত্র, দেবিকা মুখোপাধ্যায়রা। শিশু শিল্পী সমৃদ্ধি বক্সি। অনেকদিন ধরেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল হাসিনের। আর এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই প্রচুর ফলোয়ার রয়েছে হাসিনের। তাঁকে বিভিন্ন সময় রিল বানাতে দেখা গিয়েছে। তবে এবার রুপোলি পর্দায় দেখা যাচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির প্রচার করছেন হাসিন।

আরও পড়ুন: কমনওয়েলথ ফেন্সিং চ্য়াম্পিয়নশিপে ফের সোনা ভবানী দেবীর

সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হাসিন

ছবিতে গৃহবধুর চরিত্রে দেখা গিয়েছে হাসিনকে। স্বামী-মেয়েকে নিয়ে সংসার তাঁর। রিয়েলিটি শো-তে অংশ নেওয়া বাচ্চাদের বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় সাধারণ ভাবে খোলামেলা ছবিতে ফলোয়ারদের মন কেড়ে নেন হাসিন। তবে এবার ছবিতে তাঁকে দেখা যাচ্ছে অন্য ভাবে।

আরও পড়ুন: 'খেলা হবে?' কেন বলেছিলেন, তা খোলসা করলেন মমতা 

শামির সঙ্গে হাসিনের সম্পর্কে চিড় ধরেছে

মহম্মদ শামির সঙ্গে হাসিনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। আদালতে মামলা হয়েছে। কিন্তু এখনও তাঁদের বিচ্ছেদ হয়নি। একসঙ্গে থাকেন না শামি ও হাসিন। কাগজে কলমে এখনও তাঁরা স্বামী-স্ত্রী। ২০১৪ সালের ৬ জুন হাসিনের সঙ্গে শামি গাঁটছড়া বাঁধেন। এক মেয়েও রয়েছে তাঁদের। তবে ২০১৮ সালেই শুরু হয় সমস্যা। শামির পরিবারের সদস্যদের বিরুদ্ধে খুন ও ধর্ষণে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন হাসিন। তাঁর অভিযোগ ছিল, শামি একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।

Advertisement
মেয়ের সঙ্গে হাসিন

 

আরও পড়ুন: 'মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই,' ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা মমতার

হাসিনের বিরুদ্ধেও নানা অভিযোগ সামনে এসেছে। প্রয়াত ভাইয়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমন অভিযোগ তুলেছিলেন খোদ হাসিনের বাবা। ব্যক্তিগত জীবনে নানা বিতর্কের মাঝে নতুন ইনিংস শুরু করলেন হাসিন।       

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement