Advertisement

Lionel Messi PSG: মেসি চলে যেতেই বিরাট ক্ষতির মুখে PSG, কী ঘটেছে?

বিশ্বের এই মুহূর্তে অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। পিএসজি (PSG) থেকে তাঁর চলে যাওয়ার খবর প্রকাশ পেতেই বিরাট সমস্যায় প্যারিসের ক্লাব। দলে একাধিক তারকা থাকলেও মেসি যে তাদের থেকে একেবারে আলাদা তা আরও একবার টের পেয়ে গেল ফরাসি ক্লাব।

লিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2023,
  • अपडेटेड 1:04 AM IST
  • শনিবারই পিএসজি-র হয়ে শেষ ম্যাচ খেলেছেন মেসি
  • বিরাট ক্ষতির মুখে পিএসজি

বিশ্বের এই মুহূর্তে অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। পিএসজি (PSG) থেকে তাঁর চলে যাওয়ার খবর প্রকাশ পেতেই বিরাট সমস্যায় প্যারিসের ক্লাব। দলে একাধিক তারকা থাকলেও মেসি যে তাদের থেকে একেবারে আলাদা তা আরও একবার টের পেয়ে গেল ফরাসি ক্লাব।


মেসি পিএসজি ছাড়ছেন তা জানতে পেরেই প্রায় ১০ লক্ষ ফ্যান সোশ্যাল মিডিয়ায় পিএসজি-কে আনফলো করে দিলেন। আগে পিএসজি-র ফলোয়ার সংখ্যা ছিল ৬৯.৯ মিলিয়ন, তা কমে হয়েছে ৬৮.৮ মিলিয়ন। সরকারিভাবে ঘোষণা হওয়ার আগেই হু হু করে ফলোয়ার কমে গিয়েছে। ফলে ঘোষণা হওয়ার পরে পিএসজি-র ফলোয়ার যে আরও কমে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। ২০২১ সালেই বার্সেলোনা (FC Barcelona) থেকে ফ্রি ফুটবলার হিসেবে প্যারিসের দলে সই করেছিলেন মেসি। তবে দুই বছর যেতে না যেতেই পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন: PSG-র হয়ে শেষ ম্যাচেও হার, বিদ্রুপের শিকার মেসি


কেন পিএসজি ছাড়ছেন মেসি?
বিশ্বকাপের পর মেসিকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে দলটির কট্টর সমর্থকেরা। কোনো ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেই কটাক্ষ করে যাচ্ছিল তারা। এমনকি শেষ ম্যাচেও তাঁকে নানা ধরনের কটাক্ষ শুনতে হয়েছে। সেই ম্যাচে পিএসজি হেরে যায় ১-২ গোলে। এর ওপর সৌদি আরব থেকে বিশাল অঙ্কের প্রস্তাব ছিল আর্জেন্টিনার তারকার। সব মিলিয়ে মেসি আর পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেননি।

আরও পড়ুন: লিগের পর এবার FA কাপ, ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন সিটি

যদিও এখনও অবধি জানা যায়নি, কোন দলে সই করতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে লড়াইয়ে রয়েছে অনেক ক্লাবই। স্বাভাবিক ভাবেই এমন তারকা ফুটবলারকে সই করতে পারলে দলের বেশ কিছুটা লাভ হতে পারে। এ কথা চিন্তা করেই মেসিকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা। তবে শোনা যাচ্ছে, রোনাল্ডোর মতোই সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিতে চলেছেন মেসি। মেসি চলে যাওয়ায় শুধু যে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজির অনুসারীর সংখ্যা কমবে, তা নয়। ক্লাবের আয়েও তার কিছুটা প্রভাব পড়বে। এমনটা বলাই যায়।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement