Advertisement

RCB vs LSG, IPL 2022: দুরন্ত ডু প্লেসি, হ্যাজেলউড, LSG-কে ১৯ রানে হারাল RCB

বিরাট কোহলির আইপিএল ক্যারিয়ারের চতুর্থ গোল্ডেন ডাক। তবে দারুণ ব্যাট করেছেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। ৬৪ বলে ৯৬ রান করে আউট হন তিনি। ১১টা চার ও ২টো ছক্কা দিয়ে সাজান তাঁর ইনিংস। আরসিবি-র ইনিংস শেষ হয় ১৮১ রানে। দুটি করে উইকেট নেন দুশমন্ত চামিরা ও জেসন হোল্ডার। একটি উইকেট ক্রুণাল পান্ডিয়ার।  

ফাফ ডু প্লেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2022,
  • अपडेटेड 11:43 PM IST
  • ১৯ রানে জিতল আরসিবি
  • ৯৬ করলেন ডু প্লেসি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022-এ, লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচটি ১৯ এপ্রিল খেলা হচ্ছে। লখনউ অধিনায়ক কেএল রাহুল এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং আরসিবি প্রথমে ব্যাট করছে। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস

আরসিবি এই ম্যাচে সেরা শুরু করতে পারেনি এবং দলটি ইতিমধ্যেই প্রথম ওভারে তাদের দুটি উইকেট হারিয়েছে। প্রথমে আউট হন অনুজ রাওয়াত এবং প্রথম বলেই আউট হন বিরাট কোহলি। এটি ছিল বিরাট কোহলির আইপিএল ক্যারিয়ারের চতুর্থ গোল্ডেন ডাক। তবে দারুণ ব্যাট করেছেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। ৬৪ বলে ৯৬ রান করে আউট হন তিনি। ১১টা চার ও ২টো ছক্কা দিয়ে সাজান তাঁর ইনিংস। আরসিবি-র ইনিংস শেষ হয় ১৮১ রানে। দুটি করে উইকেট নেন দুশমন্ত চামিরা ও জেসন হোল্ডার। একটি উইকেট ক্রুণাল পান্ডিয়ার।  

জবাবে ব্যাট করতে নেমে ১৭ রানে কুইন্টন ডি ককের উইকেট হারায় ভারত। ৩ রান করে আউট হন তিনি। মাত্র ৬ রান করে আউট হন মনীশ পাণ্ডে। অধিনায়ক কেএল রাহুল ৩০ করে ফেরেন। আসলে পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি লখনউ। পরের পর উইকেট খুইয়ে চাপে পড়ে তারা। তবে ক্রুণাল পান্ডিয়া কিছুটা ভাল ব্যাট করেন। ৪২ রান করে আউট হন তিনি। শেষদিকে কিছুটা চেষ্টা করেন মার্কাস স্টোইনিস। তিনি ২৪ রান করে আউট হতেই লখনউয়ের সব আশা শেষ হয়। আট উইকেট হারিয়ে ১৬৩ রানে শেষ হয় লখনউয়ের ইনিংস। 

আরও পড়ুন: ফের ভক্তদের হতাশ করলেন বিরাট, প্রথম বলেই ফিরলেন ডাগআউটে

আরও পড়ুন:  কোচ ম্যাককালামের সঙ্গে ঝগড়া করছেন শ্রেয়াস! VIDEO

দারুণ বল করেছেন হ্যাজেলউড। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট তোলেন তিনি। দুটি উইকেট হার্ষাল প্যাটেলের। একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement