Advertisement

IPL 2022: নিলামের পর দল নিয়ে ক্ষুব্ধ কাটিচ, পদ ছাড়লেন হায়দরাবাদের সহকারী কোচ!

এর আগের মরশুমে ডেভিড ওয়ার্নারকে (David Warner) অধিনায়কত্ব থেকে সরিয়ে নিয়ে বিতর্কে পড়ে হায়দরাবাদ। মরশুমের মাঝামাঝি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর খারাপ ফর্মের কারণ দেখিয়ে দল থেকে বাদ পড়েন ডেভিড ওয়ার্নার।

সায়মন কাটিচ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2022,
  • अपडेटेड 1:27 PM IST

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) শুরুর ৫ সপ্তাহ আগে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলকে আবারও বিতর্কের মুখে পড়তে হল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন সাইমন ক্যাটিচ। সম্প্রতি হায়দরাবাদের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন সাইমন ক্যাটিচ। তিনি দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, মেগা নিলামে পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটার কেনা হয়নি। সানরাইজার্স হায়দরাবাদ এই নিলামে ২০ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। সানরাইজার্স দলকে অভিযুক্ত করে পদ ছেড়েছেন সাইমন ক্যাটিচ। রিপোর্ট অনুযায়ী, ক্যাটিচ ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অভিযোগ, মেগা নিলামের আগে নির্ধারিত হয়েছিল তাঁদের পরিকল্পনা। তবে তা একেবারেই মানা হয়নি নিলাম চলার সময়। 

এর আগের মরশুমে ডেভিড ওয়ার্নারকে (David Warner) অধিনায়কত্ব থেকে সরিয়ে নিয়ে বিতর্কে পড়ে হায়দরাবাদ। মরশুমের মাঝামাঝি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর খারাপ ফর্মের কারণ দেখিয়ে দল থেকে বাদ পড়েন ডেভিড ওয়ার্নার।

গত মরশুম থেকে ট্রেভর বেলিস এবং ব্র্যাড হ্যাডিনও তাদের পদ ছেড়েছেন। টম মুডি হায়দরাবাদ দলের কোচের দায়িত্ব নেবেন এবং কেন উইলিয়ামসন এই মরসুমেও দলের অধিনায়কের দায়িত্ব নেবেন। গত মরশুমেই ডেভিড ওয়ার্নারকে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে কেন উইলিয়ামসনের হাতে দায়িত্ব দেওয়া হয়। এই মরশুমে সানরাইজার্সে যোগ দিয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারা।

আরও পড়ুন: শিখরে পৌঁছনোর লড়াইয়ে রোহিত ও বিরাট

গত মরশুমে সানরাইজার্সের পারফর্মেন্স খারাপ ছিল। হায়দরাবাদ ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছিল। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে ছিল হায়দরাবাদ। এই মরশুমে কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, ওমরান মালিককে ধরে রেখেছে হায়দরাবাদ। একই সঙ্গে মেগা নিলামে কেনা হয় এইডেন মার্করাম, মার্কো জেনসেন, নিকোলাস পুরান, ভুবনেশ্বর কুমারের মতো খেলোয়াড়দের।

Advertisement

সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড

ধরে রাখার তালিকা – কেন উইলিয়ামসন (১৪ কোটি টাকা), আবদুল সামাদ (৪ কোটি টাকা), ওমরান মালিক (৪ কোটি টাকা)

ব্যাটার/উইকেটরক্ষক- নিকোলাস পুরান (১০.৭৫ কোটি টাকা), প্রিয়ম গর্গ (২০ লক্ষ টাকা), রাহুল ত্রিপাঠি (৮.৫ কোটি টাকা), আইদান মার্করাম (২.৬ কোটি টাকা), আর সমর্থ (২০ লক্ষ টাকা), বিষ্ণু বিনোদ (৫০ লক্ষ টাকা), গ্লেন ফিলিপস (১.৫০ কোটি টাকা)

অলরাউন্ডার - ওয়াশিংটন সুন্দর (৮.৭৫ কোটি টাকা), অভিষেক শর্মা (৬.৫ কোটি টাকা), মার্কো জেনসেন (৪.২০ কোটি টাকা), রোমারিও শেফার্ড (৭.৭৫ কোটি টাকা), শন অ্যাবট (২.৪০ কোটি টাকা), শশাঙ্ক সিং (২০ লক্ষ টাকা), সৌরভ দুবে (২০ লক্ষ টাকা)

বোলার- টি. নটরাজন (৪ কোটি টাকা), ভুবনেশ্বর কুমার (৪.২ কোটি টাকা), কার্তিক ত্যাগী (৪ কোটি টাকা), শ্রেয়াস গোপাল (০.৭৫ কোটি টাকা), জে সুচিৎ (২০ লক্ষ টাকা টাকা), ফজলহক ফারুকি (৫০ লক্ষ টাকা)

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement