Advertisement

Sania Mirza and Shoaib Malik Divorce: শোয়েবের সঙ্গে ডিভোর্সটা হচ্ছেই সানিয়ার? নয়া পোস্টে ইঙ্গিত জোরাল

আবারও নতুন জল্পনা সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিককে (Shoaib Malik) নিয়ে। সানিয়ার একটি ইনস্টাগ্রামে পোস্ট নিয়ে ফের শুরু হল দুই তারকার বিচ্ছেদ গুঞ্জন। যদিও সানিয়া ও শোয়েব (Sania Mirza Shoaib Malik) কেউই এই বিষয় মুখ খোলেননি। শোনা গিয়েছিল, পাক মডেলের সঙ্গে সম্পর্ক রয়েছে পাকিস্তান অলরাউন্ডারের। যদিও সেই বিষয়ও কেউই মুখ খুলতে চাননি। 

শোয়েব মালিক ও সানিয়া মির্জাশোয়েব মালিক ও সানিয়া মির্জা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jan 2023,
  • अपडेटेड 11:56 AM IST
  • শোয়েবের সঙ্গে ডিভোর্স হচ্ছে সানিয়ার?
  • সানিয়ার নতুন পোস্টে জল্পনা

আবারও নতুন জল্পনা সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিককে (Shoaib Malik) নিয়ে। সানিয়ার একটি ইনস্টাগ্রামে পোস্ট নিয়ে ফের শুরু হল দুই তারকার বিচ্ছেদ গুঞ্জন। যদিও সানিয়া ও শোয়েব (Sania Mirza Shoaib Malik) কেউই এই বিষয় মুখ খোলেননি। শোনা গিয়েছিল, পাক মডেলের সঙ্গে সম্পর্ক রয়েছে পাকিস্তান অলরাউন্ডারের। যদিও সেই বিষয়ও কেউই মুখ খুলতে চাননি। 

সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) দেখতে গিয়ে ছেলে ইজাহানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন সানিয়া। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'এই আমাকে সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে।' এর পরেই একের পর এক কমেন্ট করতে থাকেন ভারতের প্রাক্তন টেনিস তারকার ফ্যানরা। কেউ কেউ প্রশ্ন করেন, 'তাহলে কি আপনাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে?' কেউ কেউ আবার প্রশ্ন করেন, 'শোয়েব মালিক কোথায়?' 

আরও পড়ুন

পাক সংবাদমাধ্যম জানিয়েছিল, সানিয়া ও শোয়েবের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। এমনটাও শোনা গিয়েছিল, বিয়ে ভেঙে গেলেও, ইজহানকে বড় করার দায়িত্ব নেবেন দুই তারকাই। যদিও ছোট্ট ইজহান প্রথম থেকেই সানিয়ার কাছে থাকেন। ২০১০ সালে বিয়ে হয় সানিয়া ও মালিকের। ৩০ অক্টোবর ২০১৮ সালে তাঁদের ছেলে ইজহান মির্জা মালিককের জন্ম হয়। শোয়েব মালিকের সঙ্গে বিয়ের আগে সানিয়া মির্জা, সোহরাব মির্জার সঙ্গে বাগদান করেছিলেন। সোহরাব সানিয়ার ছোটবেলার বন্ধু ছিলেন। কিন্তু কোনো এক কারণে সোহরাব-সানিয়ার বাগদান ভেঙে যায়।

সম্প্রতি সানিয়া এবং শোয়েবের একটি নতুন টক শো নিয়ে এসেছেন। যা দেখে মনে করা হয়েছিল, বিচ্ছেদের জল্পনা সঠিক নয়। কিছুদিন আগেই শোয়েব এই অনুষ্ঠান 'দ্য মির্জা মালিক শো'-এর প্রোমো শেয়ার করেছিলেন। সানিয়া প্রথমে কিছু শেয়ার না করলেও এবার তিনিও পোস্ট করেন। যদিও তার মধ্যেই পাকিস্তানের মিডিয়া জানিয়েছিল বিবাহ বিচ্ছেদের রাস্তায় হাঁটছেন তারকা দম্পতি। তবে আবারও সানিয়ার এই পোস্ট নতুন জল্পনার জন্ম দিল। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement