Advertisement

Bangladesh Cricket: সরলেন মমিনুল, ফের টেস্টে বাংলাদেশের অধিনায়ক সাকিব

 কিছুদিন আগেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মমিনুল হক। মাত্র ১৭ টি টেস্ট অধিনায়কত্ব করেছেন মমিনুল। তবে তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। এছাড়াও জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি টেস্ট জিতেছেন তিনি। নেতৃত্বের চাপ তাঁর ব্যাটিং এর উপর প্রভাব ফেলেছিল, সেই কারণেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মমিনুল।

সাকিব আল হাসান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2022,
  • अपडेटेड 6:32 PM IST
  • ব্যাটিংয়ে মন দিতে চান মমিনুল
  • অধিনায়ক করা হল সাকিবকে

বেশ কিছুদিন ধরেই সাকিব আল হাসানকে (Shakib al Hasan) বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করান নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় সিলমোহর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। বৃহস্পতিবার বাংলাদেশ বোর্ড এর পরিচালন সমিতির বৈঠকের শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী দুই ম্যাচের টেস্ট সিরিজের নেতৃত্ব দিতে দেখা যাবে সাকিবকে। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন লিটন দাস। সভার পর এই কথা ঘোষণা করেছেন বাংলাদেশ বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপান। তিনি বলেন, ''আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি সাকিব আল হাসান অধিনায়কত্ব করবেন আর লিটন দাস সহ অধিনায়কত্ব করবেন।''

 কিছুদিন আগেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মমিনুল হক। মাত্র ১৭ টি টেস্ট অধিনায়কত্ব করেছেন মমিনুল। তবে তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। এছাড়াও জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি টেস্ট জিতেছেন তিনি। নেতৃত্বের চাপ তাঁর ব্যাটিং এর উপর প্রভাব ফেলেছিল, সেই কারণেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মমিনুল। 

এর আগে ২০০৯ সালে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন সাকিব। তৎকালীন অধিনায়ক মাশরাফি মোর্তাজা চোট পাওয়ায় সাকিবকে অধিনায়ক করা হয়েছিল। ২০১৮ সালে প্রথমবার পূর্ণ সময়ের জন্য অধিনায়ক হয়েছিলেন সাকিব। সেই সময়ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই প্রথম সিরিজ খেলতে হয়েছিল তাঁর দলকে। আর এবারেও ঠিক তাই হল। ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত হন সাকিব। ২০১৯ সালের আইসিসি সাকিবকে নির্বাসনে পাঠায় সেই সময়ই মমিনুল অধিনায়কত্ব পান। এবার মমিনুলের সরে দাঁড়ানোর এর দায়িত্ব সাকিবের কাঁধে। দুই বছরের জন্য নির্বাসিত ছিলেন সাকিব।  

আরও পড়ুন: হঠাত্‍ গদা হাতে রায়না, কীসের বার্তা? VIDEO

আরও পড়ুন: মার্সিডিজ কিনলেন KKR ক্যাপ্টেন শ্রেয়াস, দাম জানেন?

Advertisement

১৬ জুন থেকে ১৬ জুলাই। এক মাস ধরে চলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিপাক্ষিক সিরিজ। ক্যারেবিয়ানদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement