কলকাতায় এসেই দল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন ইমামি ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। বুধবার সন্ধ্যায় দলের ১৩ জন ফুটবলারের নাম ঘোষণা করে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। তারা সকলেই বৃহস্পতিবার অনুশীলনে নেমে পড়েন। তবে গতকাল প্রকাশ করা ফুটবলারদের তালিকায় নাম ছিল না শুভাশিস রায় চৌধুরির। তবে বৃহস্পতিবারের অনুশীলনে নেমে পড়লেন তিনি। এখনও তাঁর নাম সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। হয়ত কিছুদিনের মধ্যেই শুভাশিসের নাম ঘোষণা করবে ইমামি ইস্টবেঙ্গল।
নর্থ ইস্ট ইউনাইটেড থেকে যে তিনি ইমামি ইস্টবেঙ্গলে আসতে পারেন তা আগেই জানিয়েছিল আজতক বাংলা। সরকারি ঘোষণা না হলেও কনস্ট্যান্টাইনের সঙ্গে তাঁর অনুশীলন করা এটাই বুঝিয়ে দিচ্ছ যে তিনি লাল-হলুদের জার্সি পরতে চলেছেন।
গোলরক্ষক হিসেবে ৩১ বছর বয়সী পবন কুমারকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। গত মরশুমে জামশেদপুরের দলে ছিলেন তিনি। লিগ শিল্ড জিতেছেন পবন। চেন্নাইয়িন এফসি-এর হয়ে দুইবার আইএসএল জিতেছেন তিনি। দলে রয়েছেন, ভিপি সুহেরের মত স্ট্রাইকার। সেন্ট্রাল মিডফিল্ড সামলানোর জন্য রয়েছেন গত মরশুমে আইএসএল জেতা সৌভিক চক্রবর্তী। উইঙ্গার হিসেবে নাওরেম মহেশ সিং দলে থাকছেন। আছেন গত মরশুমে লাল-হলুদে খেলা আঙ্গুসানা।
আরও পড়ুন: 'হারতে আসিনি,' শহরে এসেই ইস্টবেঙ্গল কোচ কনস্ট্যানটাইনের হুংকার
এ দিন অনুশীলনে নামার আগে, ফুটবলারদের সঙ্গে পরিচিত হন স্টিফেন। তারপর নেমে পড়েন ফুটবলারদের নিয়ে। চুক্তি সই, দল গঠন, তাঁর দায়িত্ব নেওয়া এই সমস্ত কিছুর মাঝে পেরিয়ে গিয়েছে বেশ কয়েকমাস। অনেকদিন আগেই খুলে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। তবুও চুক্তি জটে আটকে থাকা লাল-হলুদ কোনও ফুটবলার সই করাতে পারেনি। স্বদেশী থেকে শুরু করে ভাল মানের বিদেশী ফুটবলার সই করিয়ে নিয়েছে আইএসএল-এর অন্য দলগুলি। তবুও এই স্বল্প সময়ের মধ্যে ইমামি ইস্টবেঙ্গল যে দল গড়ছে তাতে লড়াই করার মশলা রয়েছে বলে মনে করেন স্টিফেন। ের আগে ভারতীয় দলে কোচিং করিয়েছেন। ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে ধারনা রয়েছে তাঁর। দ্রুত এই নতুন পরিস্থিতির সঙ্গে ফুটবলাররা মানিয়ে নিতে পারলে সমস্যা হবে না তাদের। এমনটাই মনে করছেন ইমামি ইস্টবেঙ্গল কোচ।