IND vs SA T20 WC : টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২২-এ ভারতীয় দলকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেটে পরাজিত হতে হয়েছে। পার্থের অপ্টাস স্টেডিয়ামে রবিবার অক্টোবর খেলা এই ম্যাচে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার সামনে ১৩৪ সালে টার্গেট রেখেছিল। যা দক্ষিণ আফ্রিকা ২ বল বাকি থাকতে পাঁচ উইকেট হাতে নিয়ে লক্ষ্য পার করে যায়। ভারতীয় দলের বর্তমান টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এটি প্রথম হার। এর আগে ভারত পাকিস্তান এবং নেদারল্যান্ডের সঙ্গে দুর্দান্ত জয় হাসিল করেছিল।
আরও পড়ুন ঃ ভারতের হারে বদলে গেল গ্রুপের চিত্র, পাকিস্তান কী বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল?
এই হারে ভারতীয় ফ্যানরা নিরাশ হয়েছেন ঠিকই কিন্তু পরাজয়ের পর এমন কিছু সংযোগ সামনে আসেছে যা পনেরো বছরের অপেক্ষা শেষ করে দিতে পারে। বলা হচ্ছে যে এর অর্থ হল যে ভারতীয় দল ২০০৭ এর পর দ্বিতীয়বার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জয় হতে পারে। আসলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১১ সালে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের হারের রিপিট বলে জানানো হচ্ছে। যেখানে এমএস ধোনির অধিনায়কত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল।
সংযোগ ১-দক্ষিণ আফ্রিকার কাছে হার
২০১১ বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরেছিল। আপনার মনে থাকবে ২০১১ ওয়ার্ল্ড কাপে দক্ষিণ আফ্রিকা ভারতকে হারিয়ে দেয়। সেখানেও ভারতীয় দল একটা ম্যাচও আর হারেনি। ওই ৫০ ওভারে ওয়ার্ল্ড কাপে ভারত, দক্ষিণ আফ্রিকার সামনে ২৯৭ রানের লক্ষ্য রেখেছিল। যেখানে দক্ষিণ আফ্রিকা দল একই ভাবে ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছিল। আবারও টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দক্ষিণ আফ্রিকা দুই বল বাকি থাকতে জয় হাসিল করে নেয়। অর্থাৎ ২০১১ বিশ্বকাপে সংযোগ আরও একবার সামনে এসেছে।
সংযোগ ২-আয়ারল্যান্ড, ইংল্যান্ডকে হারিয়ে দেয়
সংযোগের এখানেই শেষ নয়। ওই বিশ্বকাপে ২০১১ সালে ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে আয়ারল্যান্ড টিম হারিয়ে দেয়. এবার ও টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আয়ারল্যান্ড ইংল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস নিয়মে পাঁচ রানে হারিয়ে দিয়েছে। ২০১১-এর ওই বিশ্বকাপে ব্যাঙ্গালোরে আয়োজিত ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ডের সামনে ৩২৭ রানের বড় স্কোর রেখেছিল। যার জবাবে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে কেবিন ও ব্রানের দুর্দান্ত ৬৩ বলে ১১৩ রানের ইনিংসের সাহায্যে ম্যাচ সহজেই জিতে নেয়।
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোর থানে সিঁদুর চড়ান এভাবে, সব কাজে আসবে সাফল্য
সংযোগ ৩- প্র্যাকটিস ম্যাচ
২০২২ এ টি২০ বিশ্বকাপের আগে অফিশিয়ালি ভারত দুটো প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল। তার মধ্যে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে দেয় এবং দ্বিতীয় ম্যাচ টি-টো নিউজিল্যান্ডের সঙ্গে ছিল। যা বৃষ্টির কারণে খেলা হয়নি। ২০১১ ওয়ার্ল্ড কাপেও ঠিক একইভাবে ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছিল।
সংযোগ ৪-গ্রুপে বাংলাদেশ ও নেদারল্যান্ড
ওই বছৎ ২০১১ ওয়ার্ল্ড কাপে ভারতের সঙ্গে গ্রুপ স্টেজে একই গ্রুপে ছিল বাংলাদেশে ও নেদারল্যান্ডও। এবারও তাই রয়েছে।এই সমস্ত সংযোগ থেকে নতুন করে আশায় বুক বাঁধছে ভারত। এখন সময়ের অপেক্ষা, যা আশাবাদী করছে ভক্তদের। যদিও ফরম্যাট আলাদা। তবে আশাবাদী হতে দোষ কোথায়?