scorecardresearch
 

T20 World Cup 2022: ভারতের হারে বদলে গেল গ্রুপের চিত্র, পাকিস্তান কী বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল?

ভারতের হারে বদলে গেল গ্রুপের চিত্র, আসলে গ্রুপ খুলে গেল। পাকিস্তান কী বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল? নাকি বাংলাদেশের সুযোগ থাকল না। নজর রাখতে হবে প্রতিটি ম্যাচেই। জেনে নিন, কবে, কখন, কোথায় খেলা হবে এই গ্রুপের ম্যাচগুলি।

Advertisement
ভারতের হারে বদলে গেল গ্রুপের চিত্র, পাকিস্তান কী বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল? ভারতের হারে বদলে গেল গ্রুপের চিত্র, পাকিস্তান কী বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল?
হাইলাইটস
  • ভারতের হারে বদলে গেল গ্রুপের চিত্র
  • , পাকিস্তান কী বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল?
  • বাংলাদেশের হাল কী জেনে নিন

টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলকে প্রথম হারের মুখোমুখি হতে হয়েছে। রবিবার ৩০ অক্টোবর পার্থে খেলা দক্ষিণ আফ্রিকার সঙ্গে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম হারের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ভারতকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার সামনে ১৩৪ রানের লক্ষ্যমাত্রা ছিল। যা তারা ২ বল বাকি থাকতে পাঁচ উইকেটে তুলে নেয়।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোর থানে সিঁদুর চড়ান এভাবে, সব কাজে আসবে সাফল্য

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের হাড়ের পর গ্রুপ ২ এর পয়েন্ট টেবিলে বড় বদল দেখতে পাওয়া গিয়েছে। এখন দক্ষিণ আফ্রিকা টিম ৩ ম্যাচে পয়েন্ট টেবিল এর এক নম্বরে পৌঁছে গিয়েছে। ভারতের কথা বলতে গেলে এখন দুটি জয়ের সঙ্গে এবং একটি হারের সঙ্গে ভারত ২ নম্বরে নেমে এসেছে। দক্ষিণ আফ্রিকা ৫ এবং ভারত ৪ পয়েন্টে রয়েছে।

গ্রুপ ২ তে তৃতীয় নম্বরে বাংলাদেশ রয়েছে। যাদের এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে দুটি তারা জিতেছে। বাংলাদেশের পয়েন্ট এখন ৪. কিন্তু তাদের নেট রান রেট মাইনাসে রয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ে দল ৩ ম্যাচে ১ টি জয়ের সঙ্গে এবং একটি হারের সঙ্গে মোট তিন পয়েন্ট নিয়ে চতুর্থ নম্বরে রয়েছে।

পয়েন্ট টেবল গ্রুপ ২

পাকিস্তান কি বেরিয়ে গেল টুর্নামেন্ট থেকে?

ভারতীয় দলের হারের পর এখন পাকিস্তানের জন্য সমস্যা বেড়ে গিয়েছে। যদি দক্ষিণ আফ্রিকা নিজেদের পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাবর ব্রিগেডের ওয়ার্ল্ড কাপ থেকে ছুটি হয়ে যাবে। যদি পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও দেয় তাহলেও তাদের জন্য মুশকিল কাজ রয়েছে। কারণ দক্ষিণ আফ্রিকা এরপর টিম নেদারল্যান্ডের সঙ্গে খেলবে। সেখানে আফ্রিকা টিম যদি একটাও ম্যাচ জিতে নেয়, তাহলে তাদের ৭ পয়েন্ট হয়ে যাবে। পাকিস্তান এখন নিজেদের সব ম্যাচ জিতে নিলেও ৬ পর্যন্তই পৌঁছাতে পারবে।

Advertisement

ভারতকে পরের দুটি ম্যাচ জিততে হবে

ভারতের সেমিফাইনালে পৌঁছানোর জন্য এখন নিজের দুটি ম্যাচ জিততে হবে। যদিও টিম ইন্ডিয়া ১ ম্যাচ জিতেও সেমিফাইনালে পৌঁছে যেতে পারে। কিন্তু তখন নেট রান রেট এর ব্যাপার চলে আসবে। ভারতকে এখন বাংলাদেশ এবং জিম্বাবুয়ের সঙ্গে খেলতে হবে। অন্যদিকে পাকিস্তানি টিম প্রার্থনা করবে যে ভারত কম ম্যাচ হারে। কারণ রোহিত ব্রিগেড যদি ছয় পয়েন্ট পর্যন্ত আটকে যায়, তাহলে রান রেটে ভারত বেরিয়ে যাবে। বাংলাদেশ এবং জিম্বাবুয়েও রেসে রয়েছে। জিম্বাবুয়ে যদি এখন তার পরবর্তী ম্যাচগুলি জেতে, তাহলে তারা ৭ পয়েন্টে পৌঁছবে। কেবল নেদারল্যান্ড এই গ্রুপ থেকে তিনটি ম্যাচেই হেরে সেমিফাইনালের দূর থেকে ছিটকে গিয়েছে।

আরও পড়ুনঃ এই রাশির জাতকরা দু'হাতে উপার্জন করেও জীবনে সঞ্চয় থাকে শূন্য...

গ্রুপ-২ এর বাকি ম্যাচের সিডিউল ভারতীয় সময় অনুসারে

২ নভেম্বর-জিম্বাবুয়ে বনাম নেদারল্যান্ড (অ্যাডিলেড) সকাল ৯.৩০

২ নভেম্বর-ভারত বনাম বাংলাদেশ (অ্যাডিলেড) দুপুর ১.৩০ টা

৩ নভেম্বর-পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (সিডনি) দুপুর ১:৩০ টায়

৬ নভেম্বর-দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ড (অ্যাডিলেড) ভোর ৫.৩০ 

৬ নভেম্বর-পাকিস্তান বনাম বাংলাদেশ (অ্যাডিলেড) সকাল ৯.৩০

৬ নভেম্বর-ভারত বনাম জিম্বাবুয়ে (মেলবোর্ন) দুপুর ১:৩০ টায়

 

Advertisement