Advertisement

T20 WC: সুযোগ রয়েছে, এখনই ইচ্ছেপূরণ কর,' পন্থ-অশ্বিনের মজার ভিডিও Viral

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। দলের ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফর্ম করেছেন। কয়েকজন বোলারও ছন্দে ছিলেন। কিন্তু টিম ইন্ডিয়ার ফিল্ডিং চলাকালীন এমন কিছু ঘটনা ঘটেছে, যা নজর কেড়েছে সকলের। রবিচন্দন অশ্বিন যখন ১১ তম ওভার বোলিং করতে এসেছিলেন, তখন ঋষভ পন্থ ক্রমাগত মাইকে কথা বলছিলেন।

রবিচন্দন অশ্বিন ও ঋষভ পান্থ। ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 19 Oct 2021,
  • अपडेटेड 4:33 PM IST
  • সুযোগ রয়েছে, এখনই ইচ্ছেপূরণ কর,'
  • পন্থ-অশ্বিনের মজার ভিডিও Viral
  • জানুন বিস্তারিত তথ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। দলের ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফর্ম করেছেন। কয়েকজন বোলারও ছন্দে ছিলেন। কিন্তু টিম ইন্ডিয়ার ফিল্ডিং চলাকালীন এমন কিছু ঘটনা ঘটেছে, যা নজর কেড়েছে সকলের। রবিচন্দন অশ্বিন যখন ১১ তম ওভার বোলিং করতে এসেছিলেন, তখন ঋষভ পন্থ ক্রমাগত মাইকে কথা বলছিলেন। পন্থ অশ্বিনকে বললেন, 'আরে, লেগ স্পিন দাও, অ্যাশ ভাই'। তখন পন্থ বলেন, 'সুযোগ রয়েছে, এখনই ইচ্ছেপূরণ কর,'। সেই অংশটি এখন ভাইরাল হয়। 

 

ইংল্যান্ডকে কার্যত সহজেই ব্রিটিশদের হারায় টিম ইন্ডিয়া। ছক্কা হাঁকিয়ে টিমকে জেতালেন ঋষভ পন্থ। এই জয়ের জেরে বিশ্বকাপের মূলপর্বের আগে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস আরও অনেকটাই বেড়ে গেলে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।  টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান করে ব্রিটিশ বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ক্রিজে জমে যান ভারতীয় ওপেনাররা। যার জেরে ১৯ ওভারেই জয়ের লক্ষ্যমাত্রা পেড়িয়ে যায় ভারত। এদিন ১৯২ রান করে টিম ইন্ডিয়া। 

ভারতের ব্যাটিং লাইন-আপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুই ওপেনার। ভারতের হয়ে ওপেন করতে নেমে ইশান কিষাণ করেন ৭০ ও কেএল রাহুল করেন ৫১ রান। এদিন নবম ওভারে ৮২ রানে প্রথম আউট হন কেএল রাহুল। এরপর ব্যাট করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ব্যক্তিগত ১১ রানে ফিরে প্যাভেলিয়নে ফেরেন তিনি। অধিনায়ক ফিরতে মাঠে নামেন ঋষভ পন্থ। যদিও এরপর ব্যক্তিগত ৭০ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরতে হয় ইশান কিষাণকে। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। এরপর ১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement