Advertisement

IPL 2023: ফোনে বিরাটদের খেলা দেখতে বসে গাড়ি জিতলেন বাংলার ছেলে, পেতে পারেন আপনিও; কীভাবে ?

আইপিএল (IPL 2023) দেখতে দেখতে আস্ত একটা গাড়ি জিতে নিলেন সুন্দরবনের এক যুবক। প্রথমে শুনলে মনে হবে, এটা সিনেমার গল্প কিংবা নিছক মজা। কিন্তূ সত্যি এমনটাই ঘটেছে। প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী থানার ভাঙ্গণখালির গ্রামের বাসিন্দা পেশায় দর্জি মিরাজ লস্কর জিতেছেন গাড়ি। 

মিরাজ ও বিরাট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2023,
  • अपडेटेड 6:41 PM IST
  • ঘরে বসে গাড়ি জিতলেন যুবক
  • পেতে পারেন আপনিও

আইপিএল (IPL 2023) দেখতে দেখতে আস্ত একটা গাড়ি জিতে নিলেন সুন্দরবনের এক যুবক। প্রথমে শুনলে মনে হবে, এটা সিনেমার গল্প কিংবা নিছক মজা। কিন্তূ সত্যি এমনটাই ঘটেছে। প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী থানার ভাঙ্গণখালির গ্রামের বাসিন্দা পেশায় দর্জি মিরাজ লস্কর জিতেছেন গাড়ি। 

কীভাবে গাড়ি জিতলেন মিরাজ?
 নববর্ষের দিনে জিও সিনেমায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের (Royal Challengers Bangalore vs Delhi Capitals) আইপিএলের লাইভ ম্যাচ সম্প্রচার দেখার সময় মিরাজ দেখে যে, সেখানে একটি প্রতিযোগিতা হচ্ছে সেখানে স্ক্রিনে আসা প্রশ্ন গুলির উত্তর দিতে থাকেন মিরাজ। তার পর হঠাৎ মিরাজের কাছে ফোন আসে। সেখানে বলা হয়, প্রতিযোগিতায় সব চেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়ে বিজয়ী হয়েছে সে। পুরস্কার হিসাবে মারুতি গাড়ি পাচ্ছেন তিনি। সেই সঙ্গে তাঁকে জানানো হয় এই গাড়ি মুম্বই থেকে প্রথমে কালীঘাট শোরুমে আসবে। তার পর সেখান থেকে তাঁর হাতে গাড়িটিকে পুরস্কার হিসাবে তুলে দেওয়া হবে। মিরাজ চাইলে বাড়িতে গাড়ি পাঠানোর ব্যবস্থাও করে দেবেন তাঁরা।ছোট থেকে মিরাজের ক্রিকেট প্রেম গ্রামের কারোর অজানা নয়। আর সেই প্রেমের জোরেই আজ ঝাঁ চকচকে একটা গাড়ির মালিক হলেন মিরাজ। আর মিরাজের গাড়ি জেতার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে হইচই পড়ে গিয়েছে।

আরও পড়ুন: IPL-এর পয়েন্টস টেবিলে বদল, কীভাবে প্লেঅফে পৌঁছতে পারে KKR?
      
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ফ্যান ও বিরাট (Virat Kohli) ভক্ত মিরাজ আমাদের বললেন, 'আমি ছোট থেকে ক্রিকেট ভক্ত। ভারতের সব ম্যাচ দেখার পাশাপাশি আইপিএলেরও ম্যাচ গুলি দেখি। আর আমি নাইট রাইডার্সের ও বিরাটের ভক্ত হওয়ার ফলে কেকেআর ও আরসিবির কোন ম্যাচ বাদ দিই না। আর আজ আরসিবির ম্যাচ বা বিরাটের খেলা দেখতে বসে এই গাড়ি জিতলাম তার জন্য আরও ভালো লাগছে।'

Advertisement

আরও পড়ুন: জিতেও জুটল শাস্তি, জরিমানার মুখে KKR ক্রিকেটার

গাড়ি চালাতে পারেন না মিরাজ। তবে খুব শীঘ্রই গাড়ি চালানো শিখে লাইসেন্স করিয়ে নেবেন মিরাজ। এর পর মিরাজের বাড়িতে গাড়ি রাখার জায়গা আছে কি জিজ্ঞাসা করলে হালকা হেঁসে মিরাজ জানাই, তার মাটির বাড়িটার পাশে কিছুটা ফাঁকা জায়গা আছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement