Advertisement

এবারও কি বাতিল অলিম্পিক? বিশেষ ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বৃহস্পতিবার অলিম্পিকের আসর আয়োজন করার ব্যাপারে যথেষ্ট জোর দিলেন। তাঁর কথায়, আপাতত তাঁর প্রাথমিক লক্ষ্য হল গোটা দেশের করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসা। সম্প্রতি ওই দেশের শাসক দলের এক আধিকারিক জানিয়ে ছিলেন যে যদি গোটা দেশজুড়ে করোনা মহামারী আরও ভয়াবহ আকার নেয়, সেক্ষেত্রে এই টুর্নামেন্ট বন্ধ করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।

জাপানের টোকিও শহরে বসতে চলেছে অলিম্পিকের আসর (রয়টার্স ফটো)
Aajtak Bangla
  • টোকিও,
  • 15 Apr 2021,
  • अपडेटेड 8:22 PM IST

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বৃহস্পতিবার অলিম্পিকের আসর আয়োজন করার ব্যাপারে যথেষ্ট জোর দিলেন। তাঁর কথায়, আপাতত তাঁর প্রাথমিক লক্ষ্য হল গোটা দেশের করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসা। সম্প্রতি ওই দেশের শাসক দলের এক আধিকারিক জানিয়ে ছিলেন যে যদি গোটা দেশজুড়ে করোনা মহামারী আরও ভয়াবহ আকার নেয়, সেক্ষেত্রে এই টুর্নামেন্ট বন্ধ করা ছাড়া আর কোনও উপায় থাকবে না। 

তবে ওই বরিষ্ঠ আধিকারিকের মন্তব্যে সরাসরি কোনও প্রতিক্রিয়া জানাননি ইয়োশিহিদে সুগা। তবে তিনি এব্যাপারে নিশ্চিত করেছেন যে অলিস্পিক টুর্নামেন্টের প্রস্তুতির ব্যাপারে দেশের সরকার নিজেদের অবস্থান বজায় রাখবে। উল্লেখ্য, টোকিওতে আগামী ২৩ জুলাই থেকে ৮ অগাস্ট অলিম্পিকের এই আসর বসতে চলেছে।

সংবাদমাধ্যম রয়টার্সকে একটি সাক্ষাৎকারে সুগা জানিয়েছেন, "সরকারের অবস্থানে কোনও পরিবর্তন ঘটছে না। অলিম্পিকের কথা মাথায় রেখেই আমরা আগামীদিনে যতটা সম্ভব করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব।"

ইতিপূর্বে লিবেরাল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সচিব তোশিহিরো নিকাই জানিয়েছিলেন যে করোনা পরিস্থিতি আগামীদিনে নিয়ন্ত্রণে না এলে জাপান সরকার এই প্রতিযোগিতা স্থগিত করতে বাধ্য হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বছরই এই অলিম্পিক টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু, সেটা চলতি বছরের জুলাই মাস পর্যন্ত স্থগিত করা হয়।

তোশিহিরো নিকাই বলেন, "যদি অলিম্পিকের আসর আয়োজন করা একেবারে অসম্ভব হয়ে ওঠে, তাহলে বন্ধ করা ছাড়া আর কোনও রাস্তা খোলা থাকবে না।"

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, "স্থগিত করার ব্যাপারটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত মাত্র। যদি অলিম্পিকের আসর বসালে করোনার প্রকোপ আরও বেড়ে যায়, তাহলে এমন টুর্নামেন্ট আয়োজন করে লাভ কী?"

যদিও টোকিও অলিম্পিক আয়োজক কমিটি এই মন্তব্য শোনার পর প্রতিক্রিয়া দিয়েছে। তারা জানিয়েছে, প্রত্যেকেই আপাতত এই টুর্নামেন্টটা আয়োজন করার ব্যাপারে নিজেদের লক্ষ্য স্থির করে রেখেছে। 

Advertisement

করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আপাতত জাপানে আছড়ে পড়েছে। সেকারণেই টোকিওয় অলিম্পিকের আসর বসানো আদৌ সম্ভব হবে কী না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারংবার এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement