Advertisement

Umran Mallik, IPL 2022: ১৫৭ KMPH বেগে বল করলেন উমরান, IPL-এ দ্বিতীয় দ্রুততম, VIDEO

উমরান মালিক ধারাবাহিকভাবে আইপিএল 2022-এ স্বপ্নের ফর্মে রয়েছেন এবং তাঁর গতিতে সবাইকে অবাক করে দিয়েছেন। বৃহস্পতিবার একই ঘটনা ঘটেছিল, যখন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভার বল করেছিলেন ওমরান মালিক। এই ওভারের প্রায় প্রতিটি বলের গতি ছিল ১৫০-এর উপরে। 

উমরান মালিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2022,
  • अपडेटेड 11:53 PM IST
  • আইপিএল-এ দ্বিতীয় দ্রুততম বল উমরানের
  • ১৫৭ কিলোমিটার বেগে বল করলেন কাশ্মীরি যুবক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) 2022-এ, বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ইতিহাস তৈরি হল, আইপিএল-এর ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বল করলেন সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিক। দিল্লি ক্যাপিটালস ইনিংসের শেষ ওভারে, ওমরান মালিক ১৫৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন। এটি ছিল এই মরশুমের দ্রুততম ডেলিভারি। 

উমরান মালিক ধারাবাহিকভাবে আইপিএল 2022-এ স্বপ্নের ফর্মে রয়েছেন এবং তাঁর গতিতে সবাইকে অবাক করে দিয়েছেন। বৃহস্পতিবার একই ঘটনা ঘটেছিল, যখন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভার বল করেছিলেন ওমরান মালিক। এই ওভারের প্রায় প্রতিটি বলের গতি ছিল ১৫০-এর উপরে। 

ওমরান মালিকের শেষ ওভার - 

• ১৯.১ ওভার - ১৫৩ KMPH
• ১৯.২ ওভার - ১৪৫ KMPH
• ১৯.৩ ওভার - ১৫৪ KMPH
• ১৯.৪ ওভার - ১৫৭ KMPH
• ১৯.৫ ওভার - ১৫৬ KMPH

তবে জোরে বল করলেও প্রচুর রান খেয়েছেন উমরান। শেষ ওভারে রভমন পাওয়েলের বিরুদ্ধে ১৯ রান খান তিনি। উমরানের দ্রুততম বলে চার মারেন পাওয়েল। 

ওমরান মালিক ঝড়ের গতিতে আইপিএল 2022-এ একটানা বোলিং করেছেন। প্রায় প্রতিটি ম্যাচেই দ্রুততম বোলিংয়ের পুরস্কার জিতেছেন তিনি। এই আইপিএলে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দ্রুত ১৫৫-র বেশি গতিতে বল করতে চান তিনি। দিল্লির বিরুদ্ধে সেটাই করে দেখালেন তিনি। 

আরও পড়ুন: বাংলা দলের সঙ্গেই হানিমুনে অরুণ লাল-বুলবুল, কবে যাচ্ছেন তাঁরা

আরও পড়ুন: জুয়ান ফেরান্দোর ATK Mohun Bagan-কে হারালেন বাংলার ছেলেরা

তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচে ওমরান মালিক অনেক রান দিয়ে ফেলেন। বৃহস্পতিবার চার ওভারে ৫২ রান দেন ওমরান মালিক। ডেভিড ওয়ার্নার তাঁর এক ওভারে ২১ রান নেন। পাওয়েল নেন ১৯ রান। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement