Advertisement

Virat Kohli Hardik Pandya: ম্যাচের মাঝেই হার্দিক পান্ডিয়ার ওপর রেগে গেলেন বিরাট, VIDEO

ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ রানে জিতল ভারতীয় দল। প্রথম ম্যাচে নায়ক ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৮৭ বলে ১১৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনিই। 

বিরাট ও হার্দিক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jan 2023,
  • अपडेटेड 2:04 PM IST

ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ রানে জিতল ভারতীয় দল। প্রথম ম্যাচে নায়ক ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৮৭ বলে ১১৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনিই। 

তবে ম্যাচে একটা সময় খুব রেগে যান বিরাট। দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ওপর। ভারতের ব্যাটিং চলাকালীন ৪৩ তম ওভারে এই ঘটনা ঘটে। শ্রীলঙ্কান বোলার কাসুন রাজিথার ওভারের তৃতীয় বলে কোহলি হালকা হাতে স্লোয়ার কাটার বল খেলে রান নিতে দৌড়ে যান। বল চলে যায় স্কয়ার লেগের দিকে। দ্বিতীয় রান নিতে কোহলি অর্ধেক পিচে পৌঁছেছিলেন, কিন্তু পান্ডিয়া তাকে দেখতে পাননি। কিন্তু পরে দ্বিতীয় রান নিতে রাজি হননি। নন স্ট্রাইকিং এন্ডে ফিরে এসে পান্ডিয়ার দিকে রেগে তাকান বিরাট। প্রাক্তন অধিনায়কের চোখের দিকে তাকিয়ে তা নামিয়ে নেন পান্ডিয়া। পুরো ঘটনা ক্যামেরায় ধরা পড়ে এবং এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। 

আরও পড়ুন: ইডেনে ভারত VS শ্রীলঙ্কা ওয়ানডে, কীভাবে মিলবে টিকিট-কত দাম?

পান্ডিয়া ৪৫তম ওভারে কাসুন রাজিথার বলে আউট হয়েছিলেন। ভারতীয় সহ-অধিনায়ক ১২ বলে মাত্র ১৪ রান করে আউট হয়ে ফেরেন।  ৮৭ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। তাঁর ইনিংসে ছিল একটি ছক্কা এবং ১২টি চার। ৫০ ওভার শেষে সাত উইকেটে ৩৭৩ রান করে ফেলে ভারতীয় দল। শুরু থেকেই দারুণ খেলতে থাকেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিল (Subhman Gill)। গিল যখন আউট হন তখন ভারতের রান ১৪৩। ভারতের ইনিংসের ২০তম ওভারে আউট হন তিনি। রোহিত শর্মা ৮৩ রান করার পর আউট হন। ফলে নিশ্চিত সেঞ্চুরি মাঠেই ফিরে আসেন। রোহিত যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল তিনি দুর্দান্ত সেঞ্চুরি করবেন কিন্তু তা হয়নি। 

Advertisement
শতরান করেন বিরাট

আরও পড়ুন: ব্যর্থ শনকার লড়াই, শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারাল ভারত

বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দ্রুত দুই উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর ২৩ রানেই দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম ১০ ওভারে ৩৮ রানে ২ উইকেট হারায় তারা। এরপর পথুম নিশাঙ্কা ও আসালাঙ্কা কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও ২৮ বলে ২৩ রান করে আসালাঙ্কা আউট হওয়ার পরে আরও সমস্যায় পড়তে হয় শ্রীলঙ্কাকে। এই পার্টনারশিপ ভাঙেন উমরান মালিক। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement