এশিয়া কাপ 2022 (Asia Cup 2022) শুরু হবে শনিবার (২৭ আগস্ট)। পরদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমন কিছু ভক্তও আছেন যারা ম্যাচের পাশাপাশি তাদের প্রিয় খেলোয়াড়ের সঙ্গে দেখা করতে আগ্রহী। এ জন্য তাঁরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেও রাজি। এর পরেও প্রিয় খেলোয়াড়ের সঙ্গে দেখা করতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলা যায় না।
ভক্তকে অনেকটা সময় দিয়েছেন কোহলি
এমনই এক মহিলা ভক্ত পাকিস্তানের করাচি থেকে দুবাই চলে গিয়েছেন প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্য। শেষ পর্যন্ত তাঁর উদ্দেশ্য সফল হয় বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে দেখা করে সেই ভক্ত তাঁর ইচ্ছা পূরণ করেন। এই মহিলা ভক্ত একজন প্রতিবন্ধী। তিনি হুইলচেয়ারের সাহায্যেই নানা জায়গায় যান।
কোহলি বিষয়টি জানতে পেরে নিজেই এই ভক্তের কাছে এসে ছবি তোলেন। শুধু তাই নয়, কোহলি অনেকটা সময় কাটান তাদের সঙ্গে। বিভিন্ন পোজে ও ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে দেখা যায় ভারতের রারকা ব্যাটসম্যানকে।
কোহলিতে মুগ্ধ ফ্যান
এই মহিলা ভক্ত এবং তাঁর পরিবারের সদস্যরা কোহলির এই ব্যবহারে মুগ্ধ হয়ে যায়। একটি পাকিস্তানি চ্যানেল Paktv.tv মহিলা ভক্ত এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছে। এ বিষয়ে ওই ভক্তের পরিবারের সদস্যরা জানান, ''আমরা শুনেছি কোহলি সবসময় তাঁর মুডে থাকেন, কিন্তু তা নয়। কোহলি আমাদের অনেকটা সময় দিয়েছেন।''
সেই প্রতিবন্ধী মহিলা ভক্তের কথা বলতে সমস্যা রয়েছে। বিরাট কোহলি তাঁর অসুস্থতার ব্যাপারে খোঁজ নেন। কোহলির সঙ্গে দেখা করে সেই ভক্ত দারুণ খুশি। তারা সবাই পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গেও দেখা করেছিলেন, কিন্তু তাঁদের মূল লক্ষ্য ছিল কোহলির সঙ্গে দেখা করা। আর সেটা করতে পেরে দারুণ খুশি বিরাট।