Advertisement

শাড়ি পরে ক্রিকেট খেলছেন এই মহিলা! ছবি VIRAL নেটদুনিয়ায়

ছবিতে দেখা যাচ্ছে, সঞ্জিদা একটি কমলা রংয়ের শাড়ি পরে ব্যাট করছেন। কখনও কভার ড্রাইভ, কখনও বা আবার পুল শটে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছেন। এমন ভাবনাচিন্তা আগে কখনও কেউ করেননি। সেইকারণে ক্রিকেটের সর্বোচ্চ নিয়মক সংস্থা আইসিসি-ও এই টুইটটি শেয়ার করেছে।

সঞ্জিদা ইসলাম
Aajtak Bangla
  • ঢাকা,
  • 21 Oct 2020,
  • अपडेटेड 9:16 PM IST
  • এটা সঞ্জিদা ইসলামের বিয়ের ছবি
  • তিনি বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত সদস্য
  • এখনও পর্যন্ত দেশের হয়ে তিনি ১৬টি একদিনের ম্যাচ এবং ৫৪টি টি-২০ ম্যাচ খেলেছেন

আজ সকাল থেকেই ইন্টারনেটে ছবিটি ভাইরাল হয়েছে। এক মহিলা রীতিমতো শাড়ি পরে কাঁপাচ্ছেন ক্রিকেট মাঠ। কিন্তু, কে এই মহিলা? কেনই বা এমন সাজে তিনি ব্যাটিং করছেন? হাতে চূড়! গলায় ফুলের মালা! কপালে টিকলি! কী, বেশ অদ্ভূত লাগছে তো? চলুন তাহলে ব্যাপারটাকে খোলসা করা যাক।

আপনাদের জানিয়ে রাখি, ছবিটি বাংলাদেশের মহিলা ক্রিকেটার সঞ্জিদা ইসলামের।  সঞ্জিদা হালে রংপুরের প্রথম শ্রেনীর ক্রিকেটার মিম মোদাস্সেককে বিয়ে করেছেন। আর তারপরেই নিজের বিয়ের কথা সবাইকে জানাতে, এমন একটি পোস্ট তিনি করেছেন। 

ছবিতে দেখা যাচ্ছে, সঞ্জিদা একটি কমলা রংয়ের শাড়ি পরে ব্যাট করছেন। কখনও কভার ড্রাইভ, কখনও বা আবার পুল শটে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছেন। এমন ভাবনাচিন্তা আগে কখনও কেউ করেননি। সেইকারণে ক্রিকেটের সর্বোচ্চ নিয়মক সংস্থা আইসিসি-ও এই টুইটটি শেয়ার করেছে।

২০১২ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে সঞ্জিদার। ২০১৮ সালের বাংলাদেশের একদিনের দলে তাঁকে নেওয়া হয়। এই দলটাই প্রথমবার মহিলাদের ক্রিকেটে এশিয়া কাপের খেতাব জয় করেছিল। মহিলা টি-২০ এশিয়া কাপ জয় করেছিল বাংলাদেশ।

এই ডানহাতি ব্যাটসম্যান এখনও পর্যন্ত তাঁর আট বছরের লম্বা কেরিয়ারে ১৬টি একদিনের ম্যাচ এবং ৫৪টি টি-২০ ম্যাচ বাংলাদেশের হয়ে খেলেছেন। একদিনের ক্রিকেটে করেছেন ১৭৪ রান এবং টি-২০ ক্রিকেটে ৫২০ রান করেছেন।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement