চতুর্থ দিনে ৪৪৪ রান তাড়া করতে নেমে দারুণ ওপেনিং পার্টনারশিপ গড়ে তুলেছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। তাল কাটল শুভমন গিলের উইকেটের পরে। চা পানের বিরতির ঠিক আগে স্লিপে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গিল। তবে এই আউট নিয়ে বিতর্ক রয়েছে। আর সেই বিতর্কই ফের উস্কে দিলেন ভারতের ওপেনার।
গিলের উইকেট নিয়ে বিতর্ক
বড় রান তাড়া করতে নেমে দ্রুত রান করতে থাকেন শুভমন গিল ও রোহিত শর্মা জুটি। বেশ কয়েকটি বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ভারতীয় দলের এই ওপেনার। যদিও বোল্যান্ডের ওভারে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগে বল। স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্রিন দারুণভাবে ঝুঁকে পড়ে বল ধরেন গ্রিন। যদিও রিপ্লেতে দেখা যায়, ক্যাচ ধরার সময়, বল তাঁর হাতের বাইরে চলে যায়। দেখা যায়, বল মাটিতে ঠেকে গিয়েছে। যদিও থার্ড আম্পায়ারও আউট দিয়ে দেন। এর জেরেই ক্ষোভে ফুঁসছেন ভারতীয় দলের সমর্থকরা।
আরও পড়ুন: 'ICC ডাকাত', গিলের বিতর্কিত আউট নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
কী পোস্ট করলেন গিল?
ভারতীয় সমর্থকদের কথাই যেন ফুটে উঠল গিলের পোস্টে। গ্রিনের সেই ক্যাচের স্ক্রিনশট শেয়ার করে দুটো ম্যাগনিফাইং গ্লাসের ইমোজি শেয়ার করেন তিনি। ভারতীয় সমর্থকদের অভিযোগ, আরও একটু সময় নিয়ে গ্রিনের হাতের দিকে লক্ষ্য করতে পারতেন তৃতীয় আম্পায়ার। তা করলে হয়ত তিনি বুঝতে পারতেন, গিলের ক্যাচ ধরতে গিয়ে আসলে তা ফেলেই দিয়েছেন গ্রিন। আর সেই কথাই গিল বোঝাতে চাইলেন।
গিল আউট হওয়ার পর আরও দুই উইকেট হারায় ভারত
শুভমন গিল আউট হওয়ার পর আরও দুই উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। ১৯ বল খেলে গিল ১৮ রান করে আউট হন। তখন ভারতের রান ৪১। এরপর ৯২ রানে রোহিত শর্মার উইকেট হারায় ভারত। নাথান লায়নের বলে স্যুইপ করতে গিয়ে আউট হন ভারত অধিনায়ক। এরপরেও আরও একটা ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ২৭ রান করে আউট হন চেতেশ্বর পূজারা। ৯৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
:আরও পড়ুন 'বিরাট কোহলি চেজমাস্টার', WTC ফাইনালে ভারতের জেতার বিষয়ে আশাবাদী সৌরভ
উইকেটে বিরাট-রাহানে
বিরাট কোহলি উইকেটে রয়েছেন। ৪৪ রানও করে ফেলেছেন তিনি। যদিও আরও ২৮০ রান দরকার টিম ইন্ডিয়ার। চতুর্থ ইনিংসের খেলা। শেষদিনে আবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফয়সালা না হলে ম্যাচ গড়াবে সোমবার। অন্যদিকে ফর্মে থাকা অজিঙ্কা রাহানেও অপরাজিত ২০ রান করে।