Advertisement

Wriddhiman Saha: ফের জবাব দিল ঋদ্ধির ব্যাট, MI-এর বিরুদ্ধে করলেন ৫০

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে গুজরাত টাইটান্সও। ৪০ বলে ৫৫ রান করেন বাংলার ঋদ্ধিমান সাহা। ৩৬ বলে ৫২ রান করে আউট হন অপর ওপেনার শুভমন গিল। ৩৬ বলে ৫২ রান করেন তিনি। ১০৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুই ব্যাটার। ঋদ্ধির ইনিংস সাজান ছিল ৬টা চার ও ২টো ছক্কা দিয়ে। গিলও মারেন ৬টা চার আর দু'টো ছক্কা।   

ঋদ্ধিমান সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2022,
  • अपडेटेड 10:54 PM IST
  • ফের ৫০ ঋদ্ধির
  • মুম্বইয়ের বিরুদ্ধে ৫০ করলেন GT-র ওপেনার

ফের অর্ধ শতরান করে ফেললেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে শুক্রবার মুম্বইয়ের ঐতিহাসিক ব্রেবোর্ন স্টেডিয়ামে এবারের আইপিএল-এ (IPL 2022) দ্বিতীয় ৫০ করে ফেললেন ঋদ্ধিমান। গুজরাত টাইটানস (Gujarat Titans), তাদের অভিষেক মরশুম খেলছে, এই ম্যাচটি জিতে এবং প্লে অফে জায়গা করে নেওয়ার লক্ষ্যে খেলতে নামছিল তারা।

প্রথমে ব্যাট করে গুজরাতের সামনে ১৭৭ রানের লক্ষ্য দেয় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা (Rohit Sharma) কিছুটা ফর্ম ফিরে পেলেও ৫০ করতে পারলেন না মুম্বই অধিনায়ক। ২৮ বলে ৪৩ রান করে আউট হন তিনি। ২৯ বলে ৪৫ রান করে আউট হন অপর ওপেনার ইশান কিশান। দুই ব্যাটার ইনিংসের ভিত গড়ে দিলেও ব্যর্থ হন বাকি ব্যাটাররা। ১১ বলে ১৩ রান করে আউট হন সূর্যকুমার যাদব। ১৬ বলে ২১ রান করেন তিলক ভর্মা। ব্যর্থ হন কায়রন পোলার্ড। মাত্র ৪ রান করে আউট হন তিনি। তবে ভাল ব্যাট করেছেন টিম ডেভিড। ২১ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ২০ ওভারে ১৭৭ রান তোলে মুম্বই।

আরও পড়ুন: 'সংখ্যা মিথ্যে নয়', রান না পাওয়া বিরাটের পাশে দাঁড়িয়ে ব্রাভো বললেন...

আরও পড়ুন: 'ওয়ার্নার ফ্লাওয়ার নন, ফায়ার,' SRH-কে হারিয়ে পুষ্পা-ডায়লগ VIDEO শেয়ার DC-র

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে গুজরাত টাইটান্সও। ৪০ বলে ৫৫ রান করেন বাংলার ঋদ্ধিমান সাহা। ৩৬ বলে ৫২ রান করে আউট হন অপর ওপেনার শুভমন গিল। ৩৬ বলে ৫২ রান করেন তিনি। ১০৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুই ব্যাটার। ঋদ্ধির ইনিংস সাজান ছিল ৬টা চার ও ২টো ছক্কা দিয়ে। গিলও মারেন ৬টা চার আর দু'টো ছক্কা।   

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement