Advertisement

WTC Final 2023: 'তৈরি হওয়ার সময়ই পায়নি...', হারের পর BCCI-কেই কাঠগড়ায় তুললেন দ্রাবিড় ?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে কী উত্তর দিলেন রোহিত শর্মাদের হেডস্যার? শুধু তাই নয়, ঘুরিয়ে হারের জন্য বিসিসিআই-এর পরিকল্পনাকেই দায়ী করেন দ্রাবিড়।

রাহুল দ্রাবিড়
Aajtak Bangla
  • লন্ডন,
  • 11 Jun 2023,
  • अपडेटेड 9:58 PM IST
  • হারের পর বিস্ফোরক দ্রাবিড়
  • জানালেন সময় পাননি দলের ক্রিকেটাররা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে কী উত্তর দিলেন রোহিত শর্মাদের হেডস্যার? শুধু তাই নয়, ঘুরিয়ে হারের জন্য বিসিসিআই-এর পরিকল্পনাকেই দায়ী করেন দ্রাবিড়।

 
দ্রাবিড়ের অভিযোগ ভারতীয় দলের ক্রিকেটাররা পর্যাপ্ত সময় পাননি। তিনি বলেন, ‘এখানে আসার আগে দলের ছেলেরা কোনও প্রস্তুতিই নিতে পারিনি ছেলেরা। দুটি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারলেও ভাল হতো।‘ তবে কি তিনি নাম না করে বোর্ডের পরিকল্পনার সমালোচনা করলেন? আইপিএল চলতে থাকায় ভারতীয় দলের ক্রিকেটাররা অবুশীলন করতে পারেননি। এমনটাই কি বোঝাতে চাইলেন ভারতীয় দলের কোচ? সেটা যদিও খোলসা হয়নি ভারতীয় কোচের কথায়। ভারতের বেশ কিছু সমর্থক কিন্তু এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। অনেকেই মনে করেন আইপিএল থেকে বেরোতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। আর সেই জন্যই ভুল শট খেলে আউট হতে হচ্ছে তাদের। 

আরও পড়ুন: IPL-এ ভালো পারফর্মেন্স, WTC ফাইনালে ম্লান বিরাট-রোহিতরা, কেন হারল? ৫ কারণ


এই WTC ফাইনালের ঠিক আগে, ভারতীয় খেলোয়াড়রাও প্রায় দুই মাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেলেছে। এই মরশুমে আইপিএল চলছিল ৩১ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত। এবার আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৯ মে আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।


এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই ভারতীয় ক্রিকেটাররা লন্ডনে চলে যান। আইপিএলের ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ ৭ জুন থেকে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফলে টানা দুই মাস আইপিএল খেলার পর খেলোয়াড়রা বিশ্রাম পাননি। তার ঠিক এক সপ্তাহ পর তাদের ৫ দিনের টেস্ট ম্যাচ খেলতে হয়েছে। এটা অবশ্যই খেলোয়াড়দের জন্য খুব কঠিন। 

Advertisement

আরও পড়ুন: ১০ বছরে কতবার ICC ট্রফির ফাইনালে হারল ভারত? অস্ট্রেলিয়া জিতল ৩ বার


ম্যাচের ধারাভাষ্য দেওয়ার পরে একজন ক্রিকেট সমর্থকের মতোই প্রশ্ন করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ভারতের কোচকে প্রশ্ন করেন, তোমরা টসে জিতে কেন প্রথমে ফিল্ডিং নিলে সেটা একটু বলবে? সৌরভকে উত্তরে দ্রাবিড় বলেন, ‘আমাদের সকালের দিকে উইকেট দেখে মনে হয়েছিল ঘাস আছে। অস্ট্রেলিয়ার কিন্তু প্রথম ঘণ্টায় ৭৬ রানে ৩ উইকেট পড়েও গিয়েছিল। সেখান থেকে স্মিথ আর হেড যে রকম খেলেছে তাতে ওখানেই ওরা অর্ধেক ম্যাচ জিতে গিয়েছে।‘ দ্রাবিড় মনে করেন লক্ষ্য আরও কিছুটা কম হলে হয়ত ম্যাচটা জিততে পারত টিম ইন্ডিয়া। দ্রাবিড় বলেন, ‘আমাদের সামনে যদি ৩২০ রানের লক্ষ্য থাকত তবে জিততে পারতাম। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement