আগামী মরসুমে ভালো এবং শক্তিশালী দল তৈরী করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। ইনভেস্টর ইমামির সঙ্গে শুক্রবার ক্লাব কর্তাদের বৈঠক শেষে এ কথাই স্পষ্ট করে দিলেন নিতু সরকার। বৈঠকে দলের বাজেট বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। তবে সেটা মিডিয়ার সামনে বলতে রাজি হননি কর্তারা।
এদিন ইমামি কর্তারা ছাড়াও লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, সহ সচিব রূপক সাহা আর ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত ছিলেন। দেবব্রত সরকার জানালেন,'আমরা ভাল দল করার বিষয়ে আশাবাদী। কোচের সঙ্গে আলোচনা করেই আমরা দল করছি। ওনার পছন্দের বিদেশির সঙ্গেই কথা বলা হচ্ছে। আমরা একজোট হয়ে এগোচ্ছি। জোরকদমে কাজ চলছে। অধিকাংশ দলই ঠিক হয়ে গিয়েছে। ৪-৫ জনকে নেওয়া বাকি। ১৫ জুনের মধ্যে দল গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবো।'