সম্প্রতি দুটি প্রিপেড প্ল্যানে কিছু পরিবর্তন করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এই পরিবর্তন ডিসেম্বর থেকে প্রযোজ্য হবে।
BSNL-এর এই দুটি প্রিপেড প্ল্যানের মধ্যে রয়েছে ৪৯ টাকার এবং ১০৮ টাকার স্পেশাল টারিফ ভাউচার। মেয়াদ বাড়ানোয় এই দুই প্ল্যান ২৮ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত পাওয়া যাবে।
BSNL-এর ৪৯ টাকার স্পেশাল টারিফ ভাউচার ২৯ নভেম্বরেই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সংস্থা এটির মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়ে দিয়েছে। একই ভাবে ১০৮ টাকার স্পেশাল টারিফ ভাউচারেরও মেয়াদ বাড়ানো হয়েছে।
BSNL-এর ৪৯ টাকার স্পেশাল টারিফ ভাউচারে দেশের যে কোনও নেটওয়ার্কেই বিনামূল্যে ১০০ মিনিট কল করা যাবে। এই ফ্রি মিনিট শেষ হলে ভয়েস কলিংয়ে খরচ হবে ৪৫ পয়সা প্রতি মিনিট। এছাড়া যে কোন নেটওয়ার্কে ১০০টি এসএমএস এবং সঙ্গে মিলবে ২ জিবি ডেটাও। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
BSNL-এর ১০৮ টাকার প্ল্যান ভাউচার বিশেষত তাঁদের জন্য, যাঁরা অন্য নেটওয়ার্ক থেকে BSNL-এ পোর্ট করাতে চান। এই প্ল্যানে ভারতের যে কোনও নেটওয়ার্কে প্রতিদিন ২৫০ মিনিট ভয়েস কলিং করা যাবে।
এ ছাড়াও BSNL-এর ১০৮ টাকার প্ল্যানে থাকছে মোট ৫০০ এসএমএস এবং প্রতিদিন ১ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। এই প্ল্যানের ফ্রি পরিষেবাগুলির মেয়ার ৪৫ দিন।