Advertisement

টেক

মাত্র ৫০০ টাকায় বগলদাবা করুন JioPhone Next! দেখুন কী ভাবে

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 04 Sep 2021,
  • Updated 6:09 PM IST
  • 1/6

JioPhone Next: আর দিন কয়েকের অপেক্ষা। আর তারপরই বাজারে চলে আসবে জিওফোন নেক্সট (JioPhone Next)। ১০ সেপ্টেম্বর থেকে সেগুলির বিক্রি শুরু হয়ে যাবে। অনেকেই সে দিনটির অপেক্ষা করছেন। জুন মাসে রিলায়েন্সের এজিএম চলাকালীন মুকেশ অম্বানি এই স্মার্টফোনের ঘোষণা করেন। JioPhone Next-কে এখন পর্যন্ত সবচেয়ে সস্তা 4G স্মার্টফোন হিসেবে বলা হচ্ছে।

  • 2/6

ইটি নাও-এর রিপোর্টে বলা হয়েছে, আগামী ৬ মাসে জিও ফোন নেক্সট (JioPhone Next)-এর ৫ কোটি সেট তৈরির পরিকল্পনা নিয়েছে। জানা গিয়েছে, এ জন্য ওই সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পিরামল, আইডিএফসি, ডিএমআইয়ের সঙ্গে সমঝোতা করেছে। এর ফলে জিও ১০ হাজার কোটি টাকার ব্যবসা করবে বে আশা করা হচ্ছে।

  • 3/6

রিপোর্টে বলা হয়েছে, জিওফোন নেক্সট (JioPhone Next)-এর বেসিকের দাম ৫ হাজার টাকার আশপাশে থাকবে। আর জিওফোন নেক্সট অ্যাডভান্সের (JioPhone Next Advance) দাম হতে পারে ৭ হাজার টাকা।

  • 4/6

এই ফোন যাতে সবাই আনায়াসে কিনতে পারেন, তার ব্যবস্থা করেছে জিও। এক স্কিম এনেছে। সেখানে ফোন কেনার জন্য গ্রাহককে পুরো টাকা দিতে হবে না। তখন ১০ শতাংশ দাম দিয়েই কেনা যেতে পারে।

  • 5/6

আর বাকি অর্থ ধাপে ধাপে অর্থাৎ ইএমআই-তে দেওয়া যেতে পারে। তার মানে জিওফোন নেক্সট (JioPhone Next) ৫০০ টাকা খরচ করে গ্রাহক নিজের করে নিতে পারেন। আর জিওফোন নেক্সট অ্য়াডভান্স (JioPhone Next Advance) কিনতে খরচ পড়বে ৭০০ টাকা। আর বাকি টাকা ইএমআই-তে দিয়ে দেওয়া যাবে।

  • 6/6

গুগলের সাহায্যে এই ফোন (JioPhone Next)-টি তৈরি করা হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় সুন্দর পিচাই বলেছিলেন যে এই ফোনের ক্যামেরাও ভালো হবে। স্মার্টফোন ব্যবহারকারীদের আপাতত টার্গেট করে নিয়ে আসা হচ্ছে জিও ফোন নেক্সট। প্রসঙ্গত, এর আগের জিওফোন ভারতেও জনপ্রিয় হয়েছিল, কিন্তু কিছু সময়ের পরে সেটার জনপ্রিয়তা হ্রাস পায়। এর নেপথ্যে ডিসপ্লে এবং ফিচারসহ অনেক কারণ ছিল। এ জন্যই এবার রিলায়েন্স ডিসপ্লে এবং ক্যামেরার মতো ফিচারের দিকে বেশি মনোযোগ দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement