Advertisement

টেক

Battlegrounds Mobile India-র জনপ্রিয়তা তুঙ্গে, দেড় মাসে ৫ কোটি ডাউনলোড

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Aug 2021,
  • Updated 12:33 AM IST
  • 1/6

Battlegrounds Mobile India-র জনপ্রিয়তা ছেয়ে গেছে। গেমটি চালু হওয়ার মাস কয়েকের মধ্যেই ডাউনলোডের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে। সোমবার একথা ঘোষণা করে ক্রাফটন কোম্পানি। একথা ঘোষণা করে ক্রাফটন সব খেলোয়াড়কে উপহারও দেয়।
 

  • 2/6

Battlegrounds Mobile India ২ জুলাই সকলের জন্য ভারতে চালু হয়েছিল। ইতিমধ্যে এটির ডাউনলোড সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়েছে। পুরস্কার হিসেবে খেলোয়াড়দের দেওয়া হয়েছে গ্যালাক্সি মেসেঞ্জারের স্থায়ী আউটফিট। এছাড়াও খেলোয়াড়দের আরও অন্যান্য পুরস্কারও দেওয়া হচ্ছে।
 

  • 3/6

বর্তমানে এই গেমটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। আইওএস প্লেয়ারদের গেমটির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, বলে ক্রাফটন জানিয়েছে।
 

  • 4/6

এটি বিশেষভাবে ভারতীয় খেলোয়াড়দের জন্যই ডিজাইন করা হয়েছে। গত বছর ভারতে PUBG নিষিদ্ধ করা হয়েছিল। তারপর থেকে কোম্পানি ক্রমাগত ফিরে যাওয়ার পথ খুঁজছিল। অবশেষে নতুন নাম নিয়ে ফিরে আসে বিজিএম।
 

  • 5/6

এটি চালু হওয়ার প্রায় দেড় মাস পেরিয়ে ৫০ মিলিয়ন খেলোয়াড় এটি ডাউনলোড হয়েছে।
 

  • 6/6

ক্রাফটন ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া খেলোয়াড়দের জন্য স্বাধীনতা দিবস মহোৎসবের ঘোষণা করেছে।
 

Advertisement
Advertisement