Advertisement

টেক

FB, WhatsApp-এ তালিবান সমর্থনে পোস্ট করছেন না তো? সাবধান!

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Aug 2021,
  • Updated 10:08 AM IST
  • 1/8

আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। তারপরেই আতঙ্কে দেশ ছাড়ছেন সেখানকার বাসিন্দাদের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়াতেও আবার তালিবানদের সমর্থনে বেশ কিছু পোস্ট ও অ্যাকাউন্টও দেখা যাচ্ছে। ( সব ছবি -AP)
 

  • 2/8

সম্প্রতি ফেসবুকের মুখপাত্র এবিষয়ে একটি বিবৃতি জারি করেছে। সেখানে তারা বলেছে, তালিবানকে তারা এখন জঙ্গি সংগঠন হিসাবেই দেখে।
 

  • 3/8

তারা আরও জানিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে বিখ্যাত এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেখানকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

  • 4/8

সেই সঙ্গে কড়া বার্তা দিয়ে ফেসবুকের ওই মুখপাত্র জানান, তালিবানদের হয়ে প্রচার কিংবা কোনওরকম কনটেন্ট প্রকাশ হলে, সেই অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে।

  • 5/8

একই নিয়ম হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও। সেখানেও কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে যদি তালিবান কার্যকলাপের লিঙ্ক পাওয়া যায়, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটিও বাতিল করা হবে।

  • 6/8

তবে এই কড়া বার্তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ, ফেসবুকের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আফগানিস্তানে তালিবানরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছে বলে খবর।

  • 7/8

অন্যদিকে, তালিবান সবথেকে বেশি সক্রিয় ট্যুইটারে। সেখানে তালিবান মুখপাত্র প্রতিদিন একের পর এক ট্যুইট করে চলেছেন।
 

  • 8/8

ট্যুইটার এখনও এ বিষয়ে কোনও বিবৃতি না দিলেও তাদের নিয়ম অনুযায়ী, ট্যুইটারে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ কিংবা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা প্রচারের অনুমতি দেয় না। 

Advertisement
Advertisement