সম্ভবত আগামী মাসেই দেশে লঞ্চ করতে চলেছে Battlegrounds Mobile India। এমনটাই জানা যাচ্ছে। বলা যেতে পারে এটিই এটি পাবজি মোবাইলের ভারতীয় সংস্করণ। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই গেমটির টিজার।
ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার নতুন টিজার ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। এই টিজারটি সংস্থাটির ফেসবুক এবং টুইটার পেজে প্রকাশ করা হয়েছে। এতে প্লেয়াররা খেলার সময়ে কী পেতে পারেন সেই সম্পর্কে তাদের দেখানো হয়েছে।
টিজারে লেভেল থ্রিয়ের ব্যাকপ্যাক দেখানো হয়েছে। পাবজি গেমে এটি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যাটল রয়্যাল গেমে এর গুরুত্ব আছে।
টিজারে আর কোনও তথ্য দেওয়া হয়নি। গেমের মুক্তির তারিখ নিয়ে জলঘোলা এখনও চলছে। তবে সংস্থার তরফ থেকে গেমের মুক্তির তারিখ এখনও বলা হয়নি।
বলা হয়েছে যে, গেমটি একেবারে ভারতীয় ফ্যানদের উফর ভিত্তি করেই বানানো হয়েছে। তবে গেমটি সম্পর্কে এখনও অনেক সংস্থার তরফে খোলসা করে কিছু বলা হয়নি।
গত বছর পাবজি গেমটিকে নিষিদ্ধ করা হয়। তারপরেই দক্ষিণ কোরিয়ার এই সংস্থা নতুন ভাবে ভারতে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। নতুন গেম লঞ্চ করে। যদিও প্রথম দিকে জানা গিয়েছিল সরকারের থেকে অনুমতি পায়নি তারা।