Advertisement

টেক

BSNL 5G: রাতের ঘুম উড়ল Jio ও Airtel-র, 4G-র সঙ্গে 5G শুরু করছে BSNL, কবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2022,
  • Updated 9:17 PM IST
  • 1/10

ফোরজি পরিষেবা এখনও শুরু করে উঠতে পারেনি ভারত সঞ্চার নিগম বা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। শোনা যাচ্ছে, ফোরজি এবং ফাইভজি পরিষেবা একই সঙ্গে চালু করে দেবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।

  • 2/10

চলতি বছরের ১৫ অগাস্ট 4G পরিষেবা শুরু করতে চলেছে বিএসএনএল (BSNL)। সেই সঙ্গে 5G-ও চালু করছে সংস্থা। ১৫ অগাস্ট তারা নন-স্ট্যান্ডঅ্যালন (NSA) মোডে ফাইভজি নেটওয়ার্কের সূচনা করছে। 

  • 3/10

নন-স্ট্যান্ডঅ্যালন অর্থাৎ এই ফাইভজি পরিষেবা দেওয়া হবে ফোরজির পরিকাঠামোয়। এটা ফাইভজি পরিষেবা শুরুর একদম প্রাথমিক ধাপে দেয় টেলিকম সংস্থাগুলি। এর একাধিক সীমাবদ্ধতাও রয়েছে। 

  • 4/10

ইটি টেলিকমের রিপোর্টে বলা হয়েছে, পরিষেবার শুরুর অনুমোদনের জন্য প্রুফ অব কনসেন্টের উপর কাজ করছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অব টেলিমেটিকস (সি-ডট)। 
 

  • 5/10

সি-ডটের চেয়ারম্যান রাজকুমার উপাধ্যায় বলেন, ৫জি প্রযুক্তির উপর কাজ চলছে। চলতি বছরে অগাস্টে 5G NSA লঞ্চ দেবে বিএসএনএল। এটা ফোরজি প্লাস ফাইভজি পরিষেবা হবে। 
 

  • 6/10

স্বাধীনতা দিবসে এই পরিষেবার সূচনা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রাজকুমার। 

  • 7/10

অগাস্টে 5G NSA পরিষেবা শুরু হওয়ার পর পরের বছর, ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে 5G SA আনার পরিকল্পনা করেছে বিএসএনএল। আরও দ্রুত নেট পাবেন গ্রাহকরা। 

  • 8/10

গতবছর প্রিপেড প্ল্যানের খরচ বাড়িয়ে দিয়েছে টেলিকম সংস্থাগুলি। এতে সাধারণ জনমানসে বিএসএনএল-কে নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
 

  • 9/10

অনেকেই চাইছেন এই সংস্থার পুনরুজ্জীবন। ফলে ফোরজি এবং ফাইভজি পরিষেবা শুরু করলে লাভবান হতে পারে সংস্থা। 
 

  • 10/10

বিএসএনএলের অনেক প্ল্যানই এয়ারটেল ও জিও-র থেকে সস্তা। ফলে ফোরজি পরিষেবা শুরু করলে জোর টক্কর দিতে পারবে সংস্থা। একটা ভাল বিকল্প হাতে পাবেন গ্রাহকরা।

Advertisement
Advertisement