Advertisement

টেক

Call Drop Issue: ফোন নাকি নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে কল ড্রপ? বুঝে নিন এসব লক্ষণে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jan 2026,
  • Updated 2:45 PM IST
  • 1/9

কল ড্রপ খুব সাধারণ একটি সমস্যা। প্রায় মোবাইল ব্যবহারকারীই এই সমস্যার সম্মুখীন হন। কিন্তু এর সমাধান খুঁজে পান না। কারণ, তাঁরা বুঝতেই পারেন না, সমস্যাটা ঠিক হচ্ছে কেন!

  • 2/9

আসলে কল ড্রপের পিছনে থাকতে পারে নেটওয়ার্কের সমস্যা। আবার ফোনের জন্যও হতে পারে কল ড্রপ। আর এই দুইয়ের মধ্যে পার্থক্য করতেই হবে। নইলে সমস্যার সমাধান সম্ভব নয়। 

  • 3/9

আসলে কল ড্রপ অধিকাংশ ক্ষেত্রেই হয় কানেকশনের জন্য। আর কানেকশনের জন্য কল ড্রপ হলে, সেটা চেনার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। যেমন ধরুন-
 

  • 4/9

নির্দিষ্ট কোনও লোকেশনে কল ড্রপ হলে বুঝতে হবে কানেকশনেরই হচ্ছে সমস্যা। তাই এমনটা হলে কানেকশন প্রোভাইডারের কাছে অভিযোগ করুন। 

  • 5/9

অনেক ক্ষেত্রে দিনের নির্দিষ্ট একটা সময় কল ড্রপ হতে পারে। বিশেষত, ব্যস্ত সময়ে কল ড্রপ হওয়ার আশঙ্কা থাকে বেশি। আর সেটাও হয় কানেকশনের জন্যই। 

  • 6/9

কল ড্রপ হওয়ার সময় যদি দেখেন মোবাইলের টাওয়ার সিগনাল কম রয়েছে, তাহলেও বুঝতে হবে কানেকশনেরই সমস্যা। এমন পরিস্থিতিতে ফোনকে দোষ দিয়ে লাভ নেই। 

  • 7/9

অনেকের যে কোনও সময় কল ড্রপ হয়। যে কোনও জায়গায় পিছু নেয় এই সমস্যা। তখন বুঝতে হবে সমস্যা রয়েছে ফোনেই। তাই এমন পরিস্থিতিতে ফোন দেখান।

  • 8/9

এছাড়া ফোন আপডেট নেওয়ার পরই যদি এই সমস্যা শুরু হয়, তাহলেও বুঝতে হবে সমস্যা থাকতে পারে। তাই এমন পরিস্থিতিতে দ্রুত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। 
 

  • 9/9

আবার ফোন হাত থেকে পড়ে যাওয়ার পর যদি সমস্যা শুরু হয়, তাহলেও একবার চেক করতে হবে। এর পিছনেও ফোন ইস্যু থাকতে পারে।
 

Advertisement
Advertisement