Advertisement

টেক

ফোনে ফের হ্যাকার হানা! Whatsapp, Telegram-এর তথ্য চুরি

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Mar 2021,
  • Updated 4:13 PM IST
  • 1/6

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফের বাড়ল দুশ্চিন্তা! মেলওয়ার আক্রমণের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। ভুয়ো সিস্টেম আপডেটের নামে হ্যাক করা হচ্ছে স্মার্টফোন। অজান্তেই এই কাজ করছে ব্যবহারকারীরা।

  • 2/6

এই মেলওয়ারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডেটা চুরি করা হচ্ছে। এই ডেটার মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অ্যাপসের তথ্যও। ফোনের ব্রাউজার, গ্যালারির ছবিও চলে যাচ্ছে হ্যাকারদের হাতে।

  • 3/6

Zimperium-এর একটি সিকিউরিটি রিসার্চ থেকে দেখা যাচ্ছে, সিস্টেম আপডেটের একটি মেলওয়ার আসছে ফোনে। সেটি একেবারেই অরিজিনাল নোটিফিকেশনের মত। এর ফলে ব্যবহারকারীরা না বুঝেই সেই আপডেট করছে। বিপদ আসছে অজান্তেই।
 

  • 4/6

এই মেলওয়ার প্রযুক্তিগতভাবে অনেক উন্নত। এর ফলে ফোনের অনেক তথ্য যেমন হ্যাকারদের হাতে আসছে, তেমন অনেক তথ্যও বদলাতে পারছে তাঁরা।

  • 5/6

এটি গুগল প্লে স্টোরের সিস্টেম আপডেটের অংশ নয়। তাই ব্যবহারকারীরা ম্যানুয়ালি এটি না করলে ফোন নিজের থেকে আপডেট নেবেন না। 

  • 6/6

তাই এক্ষেত্রে ব্যবহারকারীদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। যেকোনও অ্যাপ গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করার কথাও জানান হচ্ছে।

Advertisement
Advertisement