Advertisement

টেক

Phone hacked signs: ফোন হ্যাক হয়েছে কি? চেক করুন এই নম্বরে কল করে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jan 2026,
  • Updated 1:11 PM IST
  • 1/8

এখন ফোন হ্যাক হওয়ার ঘটনা আকছার ঘটে। সাধারণ মানুষ ছেড়ে দিন, বহু বিজ্ঞদেরও ফোন হ্যাক হয়ে যায়। উড়ে যায় টাকা। তাই যেভাবেই হোক সাবধান হতে হবে।

  • 2/8

আসলে স্মার্টফোন হল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট। এতে একাধিক ব্যাঙ্কের অ্যাপ থাকে। পাশাপাশি থাকে প্রাইভেট ফটো। এমনকী ফোনেই আসে OTP। তাই ফোনের সিকিউরিটি নিয়ে সাবধান হতে হবে।

  • 3/8

তাই আপনার ফোনটা যদি হ্যাক যদি হয়, তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স ফাঁকা হয়ে যেতে পারে। হ্যাকাররা পড়ে নিতে পারেন সিক্রেট মেসেজ। এমনকী OTP-ও জেনে নিতে পারেন।

  • 4/8

তবে চিন্তা করবেন না, কয়েকটি সহজ কৌশল মেনে চললেই অনায়াসে এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আসুন সেই বিষয়গুলি জেনে নেওয়া যাক।

  • 5/8

আসলে মোবাইলে কিছু USSD কোড রয়েছে, যেগুলির মাধ্যমে আপনি কিছু সার্ভিস চেক করতে পারবেন। প্রয়োজন পড়লে কিছু সার্ভিস ব্লক করে নিতেও পারবেন।

  • 6/8

স্মার্টফোনে *#21# লিখে কল করুন। তাতে আপনার সমানে খুলে যবাবে একটা ফরওয়ার্ড স্ক্রিন। সেটাই কাজ করবে।

  • 7/8

এর মাধ্যমে আপনি কেউ নজর রখেছেন কিনা সেটা বুঝতে পারবেন। আপনার ফোনে লেখা আসবে ফরওয়ার্ড।

  • 8/8

এছাড়া ফরওয়ার্ড সার্ভিস আপনি খুব সহজেই ক্যানসেল করে ফেলতে পারবেন। এক্ষেত্রে ##002# ডায়াল করুন। তারপর কল করুন। তাতেই কাজ হবে।

 

Advertisement
Advertisement