Advertisement

টেক

Phone Heating Problem: শীতেও হিটারের মতো গরম মোবাইল? ঠান্ডা করুন ৭ টেকনিকে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2026,
  • Updated 1:44 PM IST
  • 1/9

অনেকেরই মোবাইল খুব দ্রুত গরম হয়ে যায়। তারপর ফোন হ্যাং করতে শুরু করে। কোনও কাজ করা যায় না। এমনকী খেলা যায় না গেম। যার জন্য মাথা গরম হওয়া স্বাভাবিক।

  • 2/9

এই সমস্যা সমাধানে একটা সহজ সমাধান রয়েছে আমাদের কাছে। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই আপনি অনায়াসে মোবাইল গরম হয়ে যাওয়ার সমস্যার সমাধান করে ফেলতে পারবেন।

  • 3/9

মোবাইল গরম হলেই সবার আগে অ্যাপগুলিকে বন্ধ করে দিতে হবে। তাহলেই দেখবেন কাজ হবে। মোবাইলের প্রসেসরকে বেশি কাজ করতে হবে না। মোবাইল ঠান্ডা হয়ে যাবে।

  • 4/9

মোবাইলটা সঙ্গে সঙ্গে করে নিতে পারেন রিস্টার্ট। তাতেই দেখবেন কাজ হবে। কমে যাবে ফোনের হিট। এমনকী ফোনের স্পিড বাড়বে।

  • 5/9

আপনাকে ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে। দেখা গিয়েছে ব্রাইটনেস বাড়ালেও ফোন গরম হয়ে যায়। তাই এই সমস্যা সমাধানে আপনি ব্রাইটনেস কমিয়ে দিতেই পারেন।

  • 6/9

ফোনটা এয়ারপ্লেন মোডে রাখুন। তারপর অন করুন। এই কাজটা করলে দেখবেন অনায়াসে সমস্যার সহজ সমাধান করতে পারবেন। কমে যাবে ফোন গরম হওয়ার সমস্যা।

  • 7/9

গেম খেলা বন্ধ করুন। বেশি গেম খেললেও ফোন উত্তপ্ত হতে পারে। সুতরাং ফোনে গেম খেলা কমান। এই নিয়মটা মেনে চললেই দেখবেন ঠান্ডা হবে ফোন।

  • 8/9

ফোনটা আপডেট করে ফেলুন তাড়াতাড়ি। সফটওয়্যার আপডেট করুন। তাতেও কমে যেতে পারে গরম হওয়ার সমস্যা। অনেক সময় ফোন আপেডট না করলেও তা গরম হয়ে যেতে পারে। সুতরাং এই নিয়মটা মেনে চলুন।

  • 9/9

এরপরও যদি সমস্যা না মেটে, তাহলে সার্ভিস সেন্টারে যান। সেখানে গিয়ে ফোনটা সারিয়ে নিন। তাহলেই কাজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement