Advertisement

ইউটিলিটি

Call Drop Network Setting: বারবার ফোন কেটে যাচ্ছে, কল ড্রপ হচ্ছে? সেটিঙে এই বদল আনলেই সমস্যা মুক্তি

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Jan 2026,
  • Updated 10:07 PM IST
  • 1/8

Call Drop Network Setting: বারবার কল ড্রপ? নেটওয়ার্ক উধাও? কয়েকটি সেটিং বদলালেই মিলবে সমাধানফোনে কথা বলতে গেলেই কল কেটে যাচ্ছে? কখনও আবার নেটওয়ার্ক থাকছে না, ইন্টারনেটও ঠিকমতো চলছে না?

  • 2/8

এই সমস্যায় আজকাল ভোগেন অনেকেই। সবচেয়ে বিরক্তিকর বিষয় হল, জরুরি সময়েই হঠাৎ কল ড্রপ হয়ে যাওয়া।

  • 3/8

তবে জানলে অবাক হবেন, খুব সহজ কয়েকটি সেটিং বদলালেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

 

  • 4/8

অনেক ক্ষেত্রেই ফোনের কোনও ত্রুটি নয়, সমস্যার মূল কারণ হয় এলাকার দুর্বল নেটওয়ার্ক। তাই প্রথমে বুঝে নেওয়া দরকার, সমস্যাটা ফোনে নাকি নেটওয়ার্কে।

  • 5/8

Wi-Fi Calling হতে পারে সেরা সমাধান
যাঁদের এলাকায় নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল, তাঁদের জন্য সবচেয়ে কার্যকর সমাধান হল Wi-Fi Calling। ফোনের সেটিংসে গিয়ে এই অপশনটি অন করলেই কাজ শুরু করবে। এরপর মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকলেও Wi-Fi-র মাধ্যমে পরিষ্কার কল করা যাবে।

  • 6/8

নেটওয়ার্ক মোড সেটিং বদলান
ভাল কলিং ও ইন্টারনেটের জন্য ফোনের Preferred Network Mode-এ গিয়ে Auto Mode সিলেক্ট করা সবচেয়ে ভালো। এতে ফোন নিজে থেকেই 4G বা 5G-র মধ্যে যেটা সবচেয়ে ভালো সিগন্যাল দেবে, সেটিতে সুইচ করবে।

  • 7/8

তাৎক্ষণিক সমাধান কী?
হঠাৎ নেটওয়ার্ক চলে গেলে একবার এয়ারপ্লেন মোড অন করে কয়েক সেকেন্ড পর অফ করে দেখুন। এতে নেটওয়ার্ক রিসেট হয়।
এর পাশাপাশি ফোন রিস্টার্ট করলেও অনেক সময় সমস্যা মিটে যায়, কারণ এতে পুরো সিস্টেম নতুন করে বুট হয়।

  • 8/8

তবে যদি আপনার এলাকায় একেবারেই নেটওয়ার্ক না আসে, সে ক্ষেত্রে Wi-Fi Calling-ই একমাত্র ভরসা। এই কয়েকটি সহজ উপায় মেনে চললেই বারবার কল ড্রপ ও নেটওয়ার্ক সমস্যার হাত থেকে অনেকটাই মুক্তি মিলবে।

Advertisement
Advertisement